• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

পিয়াজের ঝাঁজ কমাতে এবার বীজ উৎপাদন

আজকের খুলনা

প্রকাশিত: ১০ মার্চ ২০২০  

কুমিল্লায় বারি-৬পিয়াজের বীজ উৎপাদন করা হচ্ছে। এতে পিয়াজ চাষের ব্যয় কমে আসবে। কমবে বাজারের পিয়াজের ঝাঁজ। আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র কুমিল্লার মাঠে এই গবেষণা করা হচ্ছে। কুমিল্লা কেন্দ্রের মাঠে দেখা যায়,থোকা থোকা সাদা ফুলের সমারোহ। সেখানে মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছি। সম্প্রতি দেশের বাজারে পিয়াজের উর্ধ্বমুখী দাম কমাতে পিয়াজের বীজ নিয়ে গবেষণা করা হচ্ছে বলে জানা গেছে। কৃষক পর্যায়েও পৌঁছে দেয়া হবে বীজ উৎপাদনের প্রক্রিয়া।
কুমিল্লা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা (কৃষিতত্ত্ব) ড. মো. আইয়ুব হোসেন খান বলেন, গবেষণা মাঠে দেখা হচ্ছে কোন সাইজের বাল্ব(বীজ পিয়াজ) থেকে বীজের মান ও পরিমাণ কেমন হচ্ছে। মান সম্পন্ন বীজ সাশ্রয়ী মূল্যে পেলে কৃষক লাভবান হবেন। তারা পিয়াজ চাষে উৎসাহী হবেন। মূলত বাজারে এক কেজি বীজের মূল্য তিন থেকে চার হাজার টাকা। বেশি বীজ উৎপাদন হলে বীজের দামও কমে আসবে। গুণগত মান সম্পন্ন এই বীজ উৎপাদনের এই প্রক্রিয়া কৃষকের মাঝেও ছড়িয়ে দিতে হবে। অফিস আঙিনা ছাড়াও আমরা জেলার বুড়িচং উপজেলার উত্তর রামপুরে পিয়াজের প্রদর্শনী করেছি। এছাড়া পিয়াজের সারির দূরত্ব রেখে রোপন করেও ফলনের পরিমাণ দেখা হচ্ছে।
কুমিল্লা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো.ওবায়দুল্লাহ কায়সার বলেন,আশা করছি গবেষণা থেকে মান সম্পন্ন বীজ উৎপাদন হবে। যা পিয়াজের মাঠে ইতিবাচক প্রভাব ফেলবে। 

আজকের খুলনা
আজকের খুলনা