• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

পিরোজপুরে পাঁচ বছর পর স্ত্রী হত্যার পলাতক আসামি আটক

আজকের খুলনা

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২০  

স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যার দায়ে তিনি মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি। পলাতক জীবনযাপন প্রায় পাঁচ বছরের। এরই মাঝে আবুল কালাম (৪৫) নিজের অতীত লুকিয়ে করেছেন বিয়ে। বসবাস করছিলেন অন্যত্র। অবশেষে শনিবার তালতলী থানার সহযোগিতায় মঠবাড়িয়া থানা পুলিশ গ্রেপ্তার করেছে তাকে।

সূত্র জানায়, পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার বড়শৌলা গ্রামের মৃত আবদুল ছত্তার হাওলাদারের পুত্র আবুল কালাম। যৌতুকের দাবিতে নির্যাতনের একপর্যায়ে ২০১৫ সালে তিনি হত্যা করেন স্ত্রী জেসমিন বেগমকে। নিজ বাড়ির পুকুরে পানিতে চুবিয়ে স্ত্রীকে হত্যার পর তিনি পালিয়ে যান। এ ঘটনায় জেসমিনের ভাই দুলাল হাওলাদার মঠবাড়িয়া থানায় হত্যা মামলা করেন। তদন্তশেষে পুলিশ আবুল কালামকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

বিচারিক কার্যক্রমশেষে ২০১৯ সালের ৩১ অক্টোবর পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক এ মামলার রায় প্রদান করেন। আসামি আবুল কালামকে মৃত্যুদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়।

এদিকে আসামি আবুল কালাম পলাতক অবস্থায় প্রকৃত পরিচয় গোপন করে বিয়ে করেন বরগুনার তালতলী উপজেলার কাজিরখাল এলাকায়। সেখানেই বসতঘর তুলে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। শনিবার দুপুরে মঠবাড়িয়া থানা পুলিশের একটি টিম অভিযান চালায় কাজিরখাল এলাকায়। তালতলী থানা পুলিশের সহযোগিতায় আবুল কালামকে গ্রেপ্তার করা হয়।  

তালতলী থানার পরিদর্শক (তদন্ত) ফরিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানার এএসআই মাহবুবুর রহমান ও কনেস্টবল আবু জাফর সিভিল পোশাকে অভিযান চালান। মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক আসামি আবুল কালামকে কাজিরখাল গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। তার নামে মঠবাড়িয়া থানায় ডাকাতিসহ দুটি মামলা রয়েছে বলে জানা গেছে।

আজকের খুলনা
আজকের খুলনা