• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

পিরোজপুরে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব শুরু

আজকের খুলনা

প্রকাশিত: ৮ নভেম্বর ২০১৯  

পিরোজপুরের ইন্দুরকানীতে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে আজ শুক্রবার সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। পরে দুপুর থেকে একটানা বৃষ্টি ও হালকা বাতাস বইছে। জনসাধারনের স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হচ্ছে। ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য উপজেলা প্রশাসন কন্ট্রোল রুম খুলেছে এবং জনসচেতনতামূলক মাইকিং করা হচ্ছে।

অপরদিকে বঙ্গোপসাগর উত্তাল হয়ে পড়ায় পাড়েরহাট মৎস্য ব্যবসায়ী সমিতির অধিকাংশ ট্রলার নিরাপদে এলাকায় ফিরে এসেছে। ১০/১২টি ট্রলারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

পাড়েরহাট মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব ইকবাল হোসেন জানান, পাড়েরহাট মৎস্য ব্যবসায়ী সমিতির অধিকাংশ ট্রলার নিরাপদে এলাকায় ফিরে এসেছে। খারাপ আবহাওয়ার কারণে ১০/১২টি ট্রলারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ জানান, ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং প্রতিটি ইউনিয়নে সতর্কতামূলক মাইকিং চলছে। এ ছাড়াও উপজেলার ১৯টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র প্রস্তত রাখা হয়েছে।

আজকের খুলনা
আজকের খুলনা