• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

পায়ের যত্নে করণীয়

আজকের খুলনা

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২০  

মুখ বা হাতের যত্ন নিলেও পায়ের সৌন্দর্যের বিষয়টি অনেকেই এড়িয়ে যান। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় পায়ের গোড়ালি শক্ত হয়ে পা ফেটে গেছে। আর এতে পায়ের সৌন্দর্য নষ্ট হয়। নিম্নলিখিত ঘরোয়া উপায় মেনে চললে পা খুব সহজেই সুন্দর রাখা যায়।

জলপাইয়ের ময়েশ্চারাইজার: জলপাইয়ের তেল ও লেবুর রস বা লেভেন্ডার অয়েলের মিশ্রণ পায়ের গোড়ালি নরম রাখতে বেশ কার্যকর।

কলার মাস্ক: একটি কলা থেঁতলে গোড়ালি ও পায়ে মেখে ১৫ মিনিট রেকে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। কলা প্রাকৃতিক ময়েশ্চারাইজারের কাজ করে। পায়ের পাতাকে নরম রাখে।

পেট্রোলিয়াম ময়েশ্চারাইজার: প্রথমে হালকা গরম পানিতে পা ১০ মিনিট ডুবিয়ে রাখতে হবে। তারপর পেট্রোলিয়াম জেলি ও লেবুর রস একত্রে মিশিয়ে গোড়ালি ও পায়ে মাখতে হবে।

মৃত কোষ দূর করা: গোড়ালি নরম রাখার জন্য ত্বকের মৃত কোষ দূর করা জরুরি। ত্বকের মৃত কোষ দূর করতে স্ক্রাব ব্যবহার করতে হয়। বাদামি চিনি, লেবু, মধু ও জলপাইয়ের তেল একত্রে মিশিয়ে ঘরোয়া স্ক্রাব তৈরি করে পায়ে ঘষা যেতে পারে। কিছুক্ষণ পা হালকা গরম পানিতে ডুবিয়ে রাখলে মৃত কোষ দূর হয়ে যাবে।

আজকের খুলনা
আজকের খুলনা