• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

পারফিউম ছাড়াই ঘামের দুর্গন্ধ দূর করার কার্যকরী ছয় কৌশল

আজকের খুলনা

প্রকাশিত: ৬ আগস্ট ২০২০  

দিন দিন গরমের তীব্রতা বেড়েই চলেছে। সে সঙ্গে দেখা দিচ্ছে নানা সমস্যাও। ঘামাচি, র‍্যাশ, চুলকানি ইত্যাদি সমস্যাগুলোর সঙ্গে সঙ্গে ঘামের সমস্যাও দেখা দিচ্ছে। যা থেকে দুর্গন্ধের সৃষ্টি হয়। আর এটি খুবই বিরক্তিকর একটি সমস্যা।

প্রচণ্ড গরমের এই সময়ে কর্মস্থলে যাবার জন্য বের হলে ঘামতে হয় নিশ্চিত। আর সেই ঘামের গন্ধে আশেপাশের মানুষজনও বিরক্ত হন। বিরক্তিকর এই সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই পারফিউম ব্যবহার করেন। যা বেশিক্ষণ কাজ করে না। তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে জেনে নিন কিছু ঘরোয়া পদ্ধতি। যা খুবই কার্যকর। চলুন তবে জেনে নেয়া যাক ঘামের দুর্গন্ধ প্রতিকারের ৬টি দারুণ কৌশল সম্পর্কে- 

> গোসলের পর বগলে এক চামচ পাতিলেবুর রস লাগিয়ে নিন। এই উপায়ে সারাদিনের জন্য ঘামের দুর্গন্ধ থেকে মুক্তি পাবেন।

> তুলাতে ভিনেগারে ভিজিয়ে বগলে লাগান। ঘামের দুর্গন্ধ থেকে সারাদিনের জন্য মুক্তি মিলবে সহজেই।

> গোসলের পানির সঙ্গে টমেটোর রস মিশিয়ে নিন। দেখবেন সারাদিন গায়ে কোনো রকম দুর্গন্ধ হবে না।

> আধাকাপ পানিতে দুই ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে বগলে লাগিয়ে নিন।  দীর্ঘক্ষণ গায়ে কোনো রকম দুর্গন্ধ হবে না।

> এক চামচ বেকিং সোডার সঙ্গে এক চামচ পাতিলেবুর রস মিশিয়ে বগলে লাগান। মিনিট দুয়েক পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। ঘামের দুর্গন্ধ থেকে মুক্তি পাবেন সহজেই।

> অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ সমৃদ্ধ শালগম বেটে বগলে লাগান। শুকিয়ে গেল উষ্ণ পানি দিয়ে ধুয়ে নিন। ৯ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত ঘামের দুর্গন্ধ থেকে সুরক্ষা পাবেন।

আজকের খুলনা
আজকের খুলনা