• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

পাথরঘাটায় হাত-পা বাঁধা স্কুলছাত্র উদ্ধার

আজকের খুলনা

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২০  

বরগুনার পাথরঘাটায় বেড়িবাঁধের বাইরে নদীতীর থেকে এক শিক্ষার্থীকে হাত-পা বাধাঁ অবস্থায়  শনিবার রাতে উদ্ধার করেছে পাথরঘাটা থানা পুলিশ। সে বরগুনা জেলা শহরের উদয়ন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী এবং বরগুনা সদর উপজেলার জাকিরতবক গ্রামের মো. আ. হালিম মিয়ার পূত্র।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাবুদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার রাত ৮টার দিকে পাথরঘাটা শহরের দক্ষিণে বিষখালী নদীতীরে বেরিবাঁধের বাইরে থেকে স্থানীয় মানুষ সংবাদ দিলে আরিফকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে এবং হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ওই ছাত্রের বুকে ব্লেডর আঁচড়ের দাগ রয়েছে। 

কিশোরের ভগ্নিপতি কামরুল হাসান জানান, এর আগে গত শনিবার বেলা ২টার দিকে দিকে বরগুনা শহরের রংধনু ক্লিনিকের সামনে থেকে রুমালে চেতনানাশক ওষুধ দিয়ে অপহরণ করে অজ্ঞাত কয়েক জন। এ সময় তার মুখে স্কচটেপ দিয়ে বন্ধ ছিল।

উদ্ধার হওয়া স্কুলছাত্রের নাম আরিফুল ইসলাম (১৪)। তার মা রিনা বেগম জানান, তার ছেলে বরগুনার উদয়ন স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষকের বাসায় থেকে লেখাপড়া করে। বাজার থেকে একটি বই কেনার জন্য বের হলে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাত ১০টার পর পাথরঘাটা থানা থেকে উদ্ধারের খবর পাই।

তার বাবা দীর্ঘদিন কারাবাসের পর জামিনে ছাড়া পেয়েছে। তার বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা, ধর্ষণ, মানবপাচার ও অস্ত্রসহ ৯টি মামলা বরগুনা সদর থানায় রুজু আছে বলে পাথরঘাটা থানার ওসি মো. শাহাবুদ্দিন কালের কণ্ঠকে জানান। তিনি আরো জানান, ঘটনাটি রহস্যজনক। প্রতিপক্ষকে ফাঁসানোর কোনো চক্রান্ত কি-না জানার জন্য কিশোরকে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা করা হচ্ছে।

আজকের খুলনা
আজকের খুলনা