• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

পাক হামলায় ৬ সেনা নিহতের দাবি উড়িয়ে দিল ভারত

আজকের খুলনা

প্রকাশিত: ২১ আগস্ট ২০১৯  

জম্মু-কাশ্মীর নিয়ন্ত্রণরেখা বরাবর গোলাগুলিতে মঙ্গলবার এক সেনা অফিসারসহ ৬ ভারতীয় সেনা নিহত হয়েছে বলে পাকিস্তান যে দাবি করেছে, তা মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। 

এছাড়া ভারতীয় নিরাপত্তা বাহিনী সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলে পাকিস্তানের তরফে যে অভিযোগ করা হয়েছে, তাও প্রত্যাখ্যান করেছে ভারত।

মঙ্গলবার সন্ধ্যায় ভারতীয় সেনা এক বিবৃতিতে জানায়, ভারত নয়, কাশ্মীরের কৃষ্ণা ঘাটি সেক্টরে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে হামলা চালিয়েছে পাকিস্তান। এদিনের পাক সেলিংয়ে ১ ভারতীয় সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪ জন। পাকিস্তানের দাবি ভুয়া, মনগড়া বলে ‌দাবি করেন ভারতীয় সেনার এক সিনিয়র অফিসার।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর এক টুইটার বার্তায় দাবি করেছেন, টাট্টা পানি সেক্টরে ভারত সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে গোলাগুলি চালিয়েছে। ভারতের হামলায় সাত বছরের এক বালক-সহ তিন নিরীহ নাগরিক নিহত হয়েছেন।

এছাড়া তিনি দাবি করেন, এর জবাবে ভারতীয় সেনাশিবির লক্ষ্য করে পাক প্রত্যাঘাতে নিহত হয়েছেন এক অফিসার-সহ ৬ ভারতীয় সেনা। দু'টি ভারতীয় বাংকার ধ্বংস করা হয়েছে। জখম হয়েছেন একাধিক ভারতীয় সেনা।

গফুরের এই টুইটের জবাব দিয়েছেন ভারতীয় সেনার উচ্চপদস্থ এক অফিসার। তিনি জানান, এদিন পাক হামলায় একমাত্র শহিদ ভারতীয় সেনার নাম নায়েক রবিরঞ্জন সিং (৩৬)। তার বাড়ি বিহারে।

ভারতীয় ওই সেনা কর্মকর্তা আরও বলেন, পাকিস্তান যে মিথ্যে প্রচার করে বেড়ায়, এই ঘটনায় তা আরও একবার প্রমাণ হল। পাকিস্তানকে কটাক্ষ করে তিনি বলেন, পাক সেনার মতো ভারত হতাহতের সংখ্যা কখনও লুকায় না।

আজকের খুলনা
আজকের খুলনা