• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

পাইথন গিলে ফেলল বিড়ালকে, তারপর কী হলো?

আজকের খুলনা

প্রকাশিত: ৪ অক্টোবর ২০১৯  

খিদের চোটে আস্ত একটি বিড়ালকে গিলে ফেলেছিল পাইথন সাপ। কিন্তু হজম করতে পারেনি। শেষ পর্যন্ত উগরে দিতে হলো বিড়ালটিকে।

মঙ্গলবার ঘটনাটি ঘটেছে গুজরাটের বরোদায়।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ঘটনার দিন সকালে ভেজালপুর গ্রামের একটি বাড়ির পেছনে হাজির হয় সাপটি। বিড়ালটিকে ধরে গিলে ফেলতে চেয়েছিল সে। কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়।

বনকর্মী বিজয় পার্মা জানিয়েছেন, স্থানীয় জনতার নজরে প্রথম আসে পাইথনটি। তারাই বন দফতরকে খবর দেন। এরপর বিজয় পার্মার ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী দ্রুত ছুটে যান এলাকায়।

বিজয় পার্মার জানিয়েছেন, ‘পাইথনটি গাছের আড়ালে লুকিয়েছিল। সে বিড়ালটিতে গিলে ফেলতে চেয়েছিল। কিন্তু সেটি আকারে বড় হওয়ায় পরে উগরেও দেয়।’

এক ঘণ্টা চেষ্টার পর সাপটিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেয়া হয়।

আজকের খুলনা
আজকের খুলনা