• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

পাইকগাছায় ২ কোটি ৭৪ লাখ টাকার টেন্ডার লটারীর মাধ্যমে সম্পন্ন

আজকের খুলনা

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০১৯  

পাইকগাছায় দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আওতায় গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ (২য় পর্যায়) প্রকল্পের টেন্ডার প্রক্রীয়া লটারীর মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। আজ সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ঠিকাদারদের উপস্থিতিতে লটারীর মাধ্যমে টেন্ডার প্রক্রীয়া সম্পন্ন করা হয়।

২ কোটি ৭৪ লাখ ৩৭ হাজার টাকা ব্যয় সম্বলিত ৫টি প্যাকেজের মধ্যে রয়েছে লতার গদারডাঙ্গা উদয় রায়ের বাড়ি হতে আজিজুল বিশ্বাসের বাড়ি পর্যন্ত, দেলুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে দারুনমল্লিক খেয়াঘাট পর্যন্ত, সোলাদানার দক্ষিণ কাইনমুখী ডাঃ বিবানের বাড়ি হতে আমুরকাটা বাজার পর্যন্ত, কানাখালী জোড়াব্রিজ হতে পাকা রাস্তা পর্যন্ত ২টি রাস্তা সহ ৫টি রাস্তার ৫ কিলোমিটার সড়কের এইচবিবি করণ।

টেন্ডারে ৩৯৫টি ঠিকাদারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। লটারীর মাধ্যমে প্যারেন্টস শেড কন্সট্রাকশন, মেসার্স নাঈম এন্টারপ্রাইজ, মেসার্স আশা এন্টারপ্রাইজ, মেসার্স সুফিয়া এন্টারপ্রাইজ ও মেসার্স এইচ এইচ এন্টারপ্রাইজ ঠিকাদারী প্রতিষ্ঠান টেন্ডার প্রাপ্ত হন। লটারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউএনও জুলিয়া সুকায়না, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, সহকারী প্রকৌশলী ফরিদ হোসেন, রতন দাশ ও সুজয় সহ সংশ্লিষ্ট ঠিকাদারবৃন্দ।
 

আজকের খুলনা
আজকের খুলনা