• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

পাইকগাছায় মারপিট ও ছিনতাইয়ের অভিযোগে ৪ কলেজ ছাত্র আটক

আজকের খুলনা

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৯  

পাইকগাছায় ৪ কলেজ শিক্ষার্থী প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে মারপিট ও টাকাসহ মোবাইল ছিনতাইয়ের শিকার হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘটনায় জড়িত ৪ কলেজ ছাত্রকে আটক করেছে।

জানা যায়, পাইকগাছা কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সোহাগ শীল, মৃন্ময় ঢালী, প্রতীমা মন্ডল ও দেলুটির কালিনগর কলেজের ছাত্রী তিথি রায় বুধবার সন্ধ্যায় প্রাইভেট পড়ে বাসায় ফেরার সময় উপজেলা নির্বাচন অফিসের সামনে পৌছালে কলেজ ছাত্র পৌরসভার ৯নং ওয়ার্ড বাতিখালী গ্রামের বিভূতি বিশ্বাসের ছেলে পল্লব বিশ্বাস (১৯), ৮নং ওয়ার্ডের হারুনের ছেলে আরাফাত রশিদ মীম (১৯), ৪নং ওয়ার্ড সরল গ্রামের বিশ্বজিত মন্ডলের ছেলে সুকান্ত মন্ডল (২০), দেলুটির জিরবুনিয়া গ্রামের অমল সরকারের ছেলে তুফান সরকার (১৯) সহ ৬ জন শিক্ষার্থীদের গতিরোধ করে।

এ সময় তারা প্রত্যেকের পৃথক স্থানে ডেকে নিয়ে মারপিট করে তাদের কাছে থাকা ৩টি মোবাইল, ৩শ টাকা ছিনতাই করে। এ ঘটনা জানাজানি পর এলাকাবাসী ও কলেজ শিক্ষার্থীদের পরিবার থানাপুলিশকে ঘটনা খুলে বলে। ঐ রাতেই পুলিশের এস,আই অখিল রায় সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযুক্ত ৪ কলেজ ছাত্রকে আটক করে। ওসি এমদাদুল হক শেখ জানান, এ ঘটনায় ধৃত ৪জনের নামে থানায় ছিনতাইয়ের মামলা হয়েছে।

আজকের খুলনা
আজকের খুলনা