• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

পাইকগাছায় বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যুর ঘটনায় একজন আটক

আজকের খুলনা

প্রকাশিত: ১৭ জুলাই ২০১৯  

পাইকগাছায় আদর্শ মন্ডল বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় পুলিশ প্রশান্ত সানা নামে এক ব্যক্তিকে আটক করেছে। মঙ্গলবার সকালে থানা পুলিশের এস,আই নকিব আয়জুল হক সোলাদানা ইউপির পারিশামারীর বসত বাড়ী থেকে গণঘের মালিক ও কর্মচারী প্রশান্ত সানাকে আটক করে। জানা যায়, ৩০ জুন উপজেলার খালিয়ারচক গ্রামের ৩শ বিঘার গণঘের পরিচালক নৃপেন মন্ডলের ছেলে পাপ্পু ও কর্মচারী ইসলাম লীজ ঘেরে বিদ্যুতের ক্যাবল তার ছিড়ে যাওয়ায় স্থানীয় সুবল মন্ডলের ছেলে আদর্শ মন্ডলকে ডেকে নিয়ে যায় তার মেরামতের জন্য।

লাইন মেরামতকালে অসাবধানতা বশতঃ আদর্শ বিদ্যুত স্পৃষ্ট হয়ে পানিতে পড়ে গিয়ে মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় মানববন্ধনের ঘটনা ঘটে। আদর্শ মৃত্যুর ঘটনায় স্থানীয়রা ঘের মালিকপক্ষ ও আদর্শ পরিবারের মধ্যে দীর্ঘ সময় আপোষ মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়। সর্বশেষ আদর্শের পিতা সুবল মন্ডল পরিকল্পিতভাবে বিদ্যুৎ স্পৃষ্ট করে তার ছেলেকে মৃত্যুর অভিযোগ এনে ঘের মালিক নৃপেন মন্ডল, প্রশান্ত সানা, বিল্লাল মোল্লা, কালিপদ মন্ডল, পাপ্পু মন্ডল ও ইসলামকে আসামী করে থানায় এজাহার দাখিল করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।

আজকের খুলনা
আজকের খুলনা