• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় পিতা-পুত্র আহত : আটক ৪

আজকের খুলনা

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২০  

পাইকগাছায় ধান কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় পিতা-পুত্র গুরুতর জখম হয়েছে। আহতদের পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ৭জনের নামে থানায় মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৩জনকে আটক করেছেন।মামলার বিবরণে জানাযায়, উপজেলার শ্রীকন্ঠপুর গ্রামের ডিসিআরের জমির ধান কাটাকে কেন্দ্র করে ইউনুস মোড়লদের সাথে একই গ্রামের আরশাদ গাজীর পুত্র তাজুল ও রজব আলীর পুত্র রব্বানী গংদের সংঘর্ষ বাঁধে। এ সময় তাজুল দা দিয়ে ইউনুসকে কুপিয়ে জখম এবং পিতা আব্দুল খালেককে লাঠিপেটা করে গুরুতর আহত করে।এব্যাপারে ভুক্তভোগী খালেক মোড়ল জানান, ডিসিআরের ৫ বিঘা জমিতে তিনি ধান চাষ করেছেন। উক্ত ধান প্রতিপক্ষরা কাটতে গেলে তিনি ও তার পুত্র বাঁধা দিলে তাজুল, রব্বানী, নাজমুল গাজীরা তাদের উপর দা, লাঠিশোটা দিয়ে হামলা করে গুরুতর জখম করে।

এঘটনায় পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এজাজ শফী জানান, ধৃত আসামীদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত সহ অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

আজকের খুলনা
আজকের খুলনা