• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

পাইকগাছায় দুই দিন ব্যাপী লক্ষ্মীখোলা উৎসব শুরু

আজকের খুলনা

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২০  

পাইকগাছায় জলাবদ্ধতা নিরসনে টেকসই নদী ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় শিবসা নদী রক্ষা বিষয়ক চিত্রাংকন, রচনা, পোষ্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উত্তরণ ও বোথএন্ডস এর সহযোগিতায় পানি কমিটি ও যুব পানি কমিটি এ প্রতিযোগিতার আয়োজন করে। ইউএনও জুলিয়া সুকায়নার সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী। উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, শিক্ষা অফিসার খান মোঃ আলমগীর, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, সহকারী শিক্ষা অফিসার ঝংকর ঢালী, সহকারী অধ্যাপক হাফিজুর রহমান, শিক্ষক দীপক মন্ডল, সবুর খান, কেন্দ্রীয় পানি কমিটির অধ্যাপক হাশেম আলী ফকির, শেখ আব্দুল হান্নান, উত্তরণ কর্মকর্তা দীলিপ কুমার সানা, নাজমুল বাশার, মীর জিল্লুর রহমান, রেজওয়ান উল্লাহ, এসএম ইকবাল হোসেন, কবির আহমেদ, সজিব হোসেন ও মৃণাল গাইন। প্রতিযোগিতায় প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮৫জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

আজকের খুলনা
আজকের খুলনা