• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

পাইকগাছায় ট্রলি চাপায় স্কুল ছাত্রের মৃত্যু, চালক আটক

আজকের খুলনা

প্রকাশিত: ৩১ আগস্ট ২০১৯  

পাইকগাছায় ট্রলির চাপায় পিষ্ট হয়ে ষষ্ঠ শ্রেণী পড়ুয়া আল-আমিন(১২) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চালককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে পাইকগাছা-সাতক্ষীরা সংযোগ ব্রীজ সংলগ্ন জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আল-আমিন আশাশুনি থানার পিরোজপুর গ্রামের মাহবুব গাজীর ছেলে।

জানা যায়, আল-আমিন তার বড় বোনের বাড়ী পাইকগাছা থানার গজালিয়া গ্রামের দোলাভাই ইউনুছ সরদারের বাড়ীতে বেড়াতে আসার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে পাইকগাছা-বড়দল সংযোগ সেতু পার হয়ে জিরো পয়েন্ট নামক স্থানে দাঁড়ালে বি,এ,কে ব্রিক্স এর একটি ট্রলি বেপরোয়া গতিতে পিছন দিক থেকে তাকে চাপা দিয়ে তার শরীরের উপর দিয়ে চলে যায়। এ সময় সে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ব্যাপারে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, এ ঘটনায় জাহাঙ্গীর নামের ঔই ট্রলি ড্রাইভারকে আটক করা হয়েছে। ড্রাইভারের নামে থানায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ আল-আমিনের সুরোত হাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করেছে বলে জানান তিনি।

আজকের খুলনা
আজকের খুলনা