• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

পাইকগাছার কুমখালীতে নিরাপদ পানির প্লান্ট উদ্বোধন

আজকের খুলনা

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০১৯  

পাইকগাছার উত্তর কুমখালীতে আরও একটি প্লান্টের উদ্বোধন করা হয়েছে।

উপজেলার গড়ইখালী ইউনিয়নের উত্তর কুমখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আরও প্লান্টটি স্থাপন করা হচ্ছে। এর সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩০ লাখ টাকা।

প্লান্টটি বাস্তবায়ন করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। কাজ সম্পন্ন হলে অত্র এলাকার মানুষ এটিএম বুথের মাধ্যমে প্লান্ট থেকে প্রতিদিন কমপক্ষে ২ হাজার লিটার নিরাপদ পানির সুবিধা পাবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার সকালে নির্মাণ কাজের উদ্বোধন করেন, গড়ইখালী ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস ও প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম কেরু।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মন্ডল, দেবপ্রসাদ সানা, সাবেক প্রধান শিক্ষক অনন্ত কুমার মন্ডল, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সিসিটি অরুণ ঢালী ও মোঃ শহিদুল ইসলাম।

আজকের খুলনা
আজকের খুলনা