• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

পাইকগাছার অবৈধ মৎস্য মার্কেটের দুই ব্যবসায়ী আটক

আজকের খুলনা

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৯  

পাইকগাছা পৌর সদরের অবৈধ মৎস্য মার্কেটের দুই ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন চেয়ে দুই ব্যবসায়ীকে আদালতে সোপর্দ করেছে।

থানা পুলিশ ও মামলা সূত্রে জানাগেছে, পৌরসভার সরল গ্রামের রহমত আলী গাজীর ছেলে বজলুর রহমান গাজী (৪০) ও অবসর প্রাপ্ত পুলিশ সদস্য বাতিখালী গ্রামের আতিয়ার রহমান খানের ছেলে আব্দুস সাত্তার (৫৩) সহ কয়েকজন ব্যক্তি জেলা প্রশাসন ও পৌরসভার অনুমোদন না নিয়ে শিববাটী সড়কের পাশে অবৈধভাবে মৎস্য আড়ৎদারী মার্কেট নির্মাণ করে। জেলা প্রশাসনের স্থায়ী বন্ধের নির্দেশনা উপেক্ষা করে তারা ব্যবসায়ীক কার্যক্রম পরিচালনা করে আসছে। এমনকি তারা বিভিন্ন সময়ে তাদের মার্কেটের সামনে দিয়ে মাছ বিক্রি করতে আসা বিক্রেতাদেরকে জোর পূর্বক তাদের আড়তে বিক্রি করতে বাধ্য করছে বলে অভিযোগ ওঠে। ঘটনার দিন পাইকগাছা পুরাতন মৎস্য আড়ৎদারী মার্কেটের মাছ বিক্রেতা শাহপাড়া গ্রামের শেখ বরকত উল্লাহ ছেলে শেখ আব্দুল জলিল (৫০) সহ পুরাতন মার্কেট থেকে দাদন দেওয়া ব্যবসায়ীরা রোববার সকাল সাড়ে ১০টার দিকে প্রায় ১০ লক্ষ টাকার মাছ নিয়ে পুরাতন আড়ৎদারী মার্কেটের উদ্দেশ্যে আসার সময় নবনির্মিত মার্কেটের সামনে পৌঁছালে মার্কেটের ব্যবসায়ীরা তাদের গতিরোধ করে সমস্ত মাছ তাদের আড়তে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বাঁধা দিতে গেলে তারা তাদেরকে মারপিট করা সহ জীবন নাশের হুমকি দেয় এবং লক্ষ লক্ষ টাকার মাছ জোর পূর্বক নিয়ে নেয়। এছাড়া হুমকি দেয় তাদের মার্কেটের সামনে দিয়ে মাছ আনতে হলে তাদেরকে মাসিক ১০ হাজার টাকা হারে চাঁদা দিতে হবে। এ ঘটনায় সোমবার মৎস্য আড়ৎদারী সমবায় সমিতির সভাপতি আব্দুল জব্বার সরদার বাদী হয়ে বজলু ও সাত্তারের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করে থানায় মামলা করে। যার নং- ৩২, তাং- ২৩/১২/১৯ইং। থানার ওসি এমদাদুল হক শেখ জানান, মামলার এজাহার নামীয় দুই আসামী বজলু ও সাত্তারকে গ্রেফতার পূর্বক ৭ দিনের রিমান্ড আবেদন চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

আজকের খুলনা
আজকের খুলনা