• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

পাইকগাছার অনির্বাণ লাইব্রেরীর কমিটি গঠন

আজকের খুলনা

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৯  

পাইকগাছার জ্ঞান ও সামাজিক সাংস্কৃতিক চর্চার বাতিঘর হিসেবে খ্যাত ঐতিহ্যবাহী অনির্বাণ লাইব্রেরীর কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠণ করা হয়েছে। কমিটি গঠণের লক্ষে লাইব্রেরী মিলনায়তনে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সভায় অধ্যাপক কালিদাশ চন্দ্র চন্দকে সভাপতি ও প্রভাত দেবনাথকে সাধারণ সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠণ করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি ডাঃ বাসুদেব রায়, মানিক ভদ্র ও রহিমা আক্তার শম্পা, সহ-সাধারণ সম্পাদক শান্তি দত্ত, অসীম দেবনাথ ও জি,এম, শাহিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আনিছুর রহমান, অর্থ সম্পাদক রাজিব গাঙ্গুলী, হিসাব নিরীক্ষা বিষয়ক সম্পাদক গোবিন্দ পদ বসু, প্রচার সম্পাদক নবদাশ, দপ্তর সম্পাদক পরিতোষ পাল, স্বাস্থ্য ও গবেষণা সম্পাদক ডাঃ মিঠুন দেবনাথ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাব্বির হোসেন, সাংস্কৃতিক সম্পাদক গৌরাঙ্গ বিশ্বাস, পরিবেশ বিষয়ক সম্পাদক অধ্যাপক স্বপন অধিকারী, সমাজকল্যাণ সম্পাদক কুমারেশ দে, ক্রীড়া সম্পাদক দিপংকর ভদ্র, আপ্যায়ন সম্পাদক উত্তম বসু, মহিলা বিষয়ক সম্পাদিকা সন্ধ্যা রাণী হালদার, সাহিত্য সম্পাদক প্রদীপ শীল, সদস্য বাসুদেব ভদ্র, জাকির হোসেন, প্রভাষক মনিরুল ইসলাম, ফারুক হোসেন, রায় কৃষ্ণ দাশ, হরিদাস বিশ্বাস, সঞ্জয় দাশ মধু, শিমুল রায় ও নাজমুল হোসেন।

নবগঠিত কমিটি প্রসঙ্গে লাইব্রেরীর প্রতিষ্ঠাতা ও সিলেট রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র জানান, নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের গতিশীল নেতৃত্বে লাইব্রেরীর বহুমুখী কার্যক্রম আগামীতে আরো সুন্দর এবং সমৃদ্ধ হবে।

আজকের খুলনা
আজকের খুলনা