• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

পাঁচটি উপাদান সরাসরি ত্বকে লাগালেই বিপদ!

আজকের খুলনা

প্রকাশিত: ১৫ মে ২০২০  

ত্বকের যত্নে কত কিছুই না ব্যবহার করে থাকেন। লকডাউনের এই সময় ঘরোয়া উপাদানই ত্বকের যত্নে একমাত্র ভরসা। পার্লারে যাওয়ার তো উপায় নেই।

চুলের স্পা থেকে স্ক্রাব পর্যন্ত সবই সম্ভব ঘরে থেকে। অবসরের এই সময় নিশ্চয় ঘরোয়া উপাদানের পরীক্ষামূলক ব্যবহার চলছে। তবে কিছু উপাদান রয়েছে, যা ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে।

আর কিছু উপাদান আছে যা সরাসরি ত্বকে লাগানো যাবে না একদমই। এতে ত্বকের ভালোর বদলে ক্ষতি হতে পারে।  জেনে নিন কোন কোন উপাদানগুলো সরাসরি ত্বকে লাগাবেন না- 

লেবু

লেবুতে অ্যাসিড থাকে। যাদের আল্যার্জির সমস্যা আছে তারা লেবু এড়িয়ে চলুন। এছাড়াও লেবুর রস কখনোই সরাসরি ত্বকে লাগানো যাবে না। এতে ত্বকে র‍্যাশ বা জ্বালা হতে পারে। সমপরিমাণ পানি বা গোলাপ জল মিশিয়ে অথবা প্যাকের সঙ্গে মিশিয়ে ব্যবহার করুন এটি। 

টুথপেস্ট 

ব্রণ থেকে শুরু করে ত্বকের নানা সমস্যায় ব্যবহৃত হয় টুথপেস্ট। তবে সরাসরি এটি ত্বকে না লাগানোই ভালো। এতে ত্বকে জ্বালা পোড়া বা ফুসকুড়ি হতে পারে। 

বেকিং সোডা 

লেবুর রসের মতো, বেকিং সোডাও সরাসরি ত্বকে ব্যবহার করা উচিত নয়। এটি আপনার ত্বককে বিশেষ করে সংবেদনশীল ত্বকের জন্য ক্ষতিকারক হতে পারে। যেহেতু এটি প্রাকৃতিক ক্ষারীয়সমৃদ্ধ তাই এর পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। 

ভিনেগার 

সাদা ভিনেগার বা আপেল সিডার ভিনেগার সরাসরি ত্বকে ব্যবহার করলে ক্ষতি হতে পারে। এটি আপনার ত্বকে জ্বালা পোড়া তৈরি করতে পারে। 

লবণ এবং চিনি 

চিনি এবং লবণের ছোট ছোট দানাগুলোতে ধারালো প্রান্ত থাকে যা ত্বকের ক্ষত তৈরি করতে পারে। তাই প্যাকের সঙ্গে মিশিয়ে এগুলো ব্যবহার করুন।  

আজকের খুলনা
আজকের খুলনা