• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

পহেলা বৈশাখের বিশেষ অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’

আজকের খুলনা

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২০  

অন্যান্যবারের মতো এবারো পহেলা বৈশাখে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’। এটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। তবে এবারের অনুষ্ঠানে তুলে ধরা হবে করোনা নিয়ে নানা সচেতনতা। 

এক ব্যক্তির বাসায় তার এক ভাই বেড়াতে এসে করোনার কারণে আটকা পড়েন। ওই বাসায় আগে থেকেই ছিলেন তার শ্যালক। তিন ব্যক্তির মধ্যে করোনা সম্পর্কে নানা কথাবার্তা, মতামত ও করণীয় নিয়ে আলোচনা হতে থাকে। তারই ফাঁকে ফাঁকে প্রসঙ্গক্রমে আসতে থাকে গান, নাটক ও বিভিন্ন প্রতিবেদন। 

এতে অভিনয় করেছেন জিয়াউল হাসান কিসলু, গৃহকর্তার চরিত্রে সুভাশিষ ভৌমিক এবং শ্যালকের চরিত্রে সজল। এবারের ‘পাঁচফোড়ন’-এ দুটি গান রয়েছে। একটি গেয়েছেন এস আই টুটুল। গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীতায়োজনে এস আই টুটুল। এ ছাড়া কানাই লাল শীলের সুর করা ‘মাঝি বাইয়া যাওরে’ নতুন সংগীতায়োজনে গেয়েছেন চঞ্চল চৌধুরী। 

ঢাকা ও ঢাকার আশপাশের মনোরম লোকেশনে গানগুলোর চিত্রায়ণ করা হয়েছে। ১৪ এপ্রিল রাত ৮টায় এটিএন বাংলায় প্রচারিত হবে এই অনুষ্ঠানটি। 

আজকের খুলনা
আজকের খুলনা