• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

পর্তুগালে ভয়াবহ ক্ষতির মুখে প্রবাসী বাংলাদেশিরা

আজকের খুলনা

প্রকাশিত: ২৯ মার্চ ২০২০  

পর্তুগাল এবং স্পেনে করোনা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। স্পেনে আক্রান্তের সংখ্যা ৭৩ হাজার ছাড়িয়েছে। একদিনে ৮৪৪ জন মারা গেছেন।

অন্যদিকে পর্তুগালে আক্রান্তের সংখ্যা ৫ হাজারের বেশি, প্রাণ গেছে ১০০ জনের। এ অবস্থায়, মারাত্মক ক্ষতির আশঙ্কা পর্তুগালে পর্যটন সংশ্লিষ্ট বাংলাদেশি ব্যবসায়ীদের। করোনা পরিস্থিতিতে অনিয়মিত অভিবাসীদের সাময়িকভাবে নিয়মিত ঘোষণা করেছে সরকার।

বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে ঘাতক করোনার হানা। পর্তুগালে বন্ধ পর্যটন সংশ্লিষ্ট অধিকাংশ ব্যবসা। পর্তুগালে বসবাসরত ৭০ ভাগ বাংলাদেশি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসার সঙ্গে যুক্ত। সরকারের বিভিন্ন আশ্বাস থাকা সত্ত্বেও অনিশ্চয়তা এখানে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের চোখেমুখে। 

করোনা প্রতিরোধে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে পর্তুগাল সরকার। এর মধ্যে এখানে অনিয়মিত অধিবাসীকে নিয়মিত ঘোষণা করা হয়েছে। অর্থাৎ যেসব অধিবাসী পর্তুগালে নিবন্ধিত তারা এখন সরকার ঘোষিত স্বাস্থ্য সেবা নিতে পারবেন।

অন্যদিকে ব্যবসায়ীসদের ক্ষতি পুষিয়ে নিতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে পর্তুগাল সরকার।

স্পেনেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ইতালির পরেই ভয়াবহ পরিণতির দিকে এগোচ্ছে স্পেন। এদিকে পরিস্থিতি বিবেচনায় লক ডাউনের সময়সীমা বাড়ানোর কথা জানিয়েছে পর্তুগিজ ও স্পেনিস সরকার।

আজকের খুলনা
আজকের খুলনা