• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

পরীক্ষায় অসদুপায় : ইবির ২২ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি

আজকের খুলনা

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২০  

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২২ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে কর্তৃপক্ষ। আজ রবিবার ৫৬তম পরীক্ষা শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ। তিনি বলেন, শৃঙ্খলা কমিটির সিদ্ধান্তগুলো প্রশাসনের কাছে সুপারিশ আকারে পাঠারো হবে। আগামী সিন্ডিকেট সভায় চূড়ান্ত করা হবে।

সভায় এক শিক্ষার্থীকে দুই বছর, তিন শিক্ষার্থীকে এক বছর ও ৬ শিক্ষার্থীকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়। এ ছাড়া ১২ জনের একটি কোর্সের পরীক্ষা বাতিল করা হয়। সভায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিহাব আহমেদ তুহিনকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

এ ছাড়াও আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের আতিকুর রহমান, সাইফুল ইসলাম ও ইইই বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের আবু তালেবকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আমিনুর রহমান রাব্বি, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের তানজির আলম, জুলিয়াত ইসলাম, আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের তাহসিন বিন আল হাসান বাপ্পী, ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মাহবুবুল ইসলাম ও সৌরভ আল আমিনকে এক সেমিস্টার বহিষ্কার করা হয়েছে। একইসাথে বিভিন্ন বিভাগের ১২ শিক্ষার্থীর একটি কোর্স বাতিল করা হয়।

আজকের খুলনা
আজকের খুলনা