• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

নুসরাত দিলেন ৩০ লাখ রুপি

আজকের খুলনা

প্রকাশিত: ২৯ মার্চ ২০২০  

করোনা মোকাবেলায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে নিজের এক মাসের বেতন এবং সাংসদ তহবিল থেকে ৩০ লাখ রুপি দিলেন নুসরাত জাহান।

এই অর্থ নুসরাতের নিজের সংসদীয় এলাকা বসিরহাটবাসীর করোনা মোকাবেলার কাজে ব্যয় করা হবে।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, গতকাল শনিবার নুসরাতের তহবিল থেকে এই অর্থ প্রদান করা হয়েছে। শুধু বসিরহাটবাসীই নয়, স্বাস্থ্যকর্মীদের দিকেও নজর রেখেছেন সাংসদ। বসিরহাট এলাকায় যত হাসপাতাল রয়েছে, সেখানকার স্বাস্থ্যকর্মীরা যাতে যথাযথ মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস পান এবং করোনা চিকিৎসায় যাতে কোনো ঘাটতি না থাকে, সেজন্যই নিজের সাংসদ তহবিল থেকে ৩০ লাখ রুপি ও সাংসদের এক মাসের বেতন প্রদান করেছেন নুসরাত জাহান। এছাড়াও করোনা মোকাবেলায় প্রয়োজনীয় টেস্ট কিট কেনার জন্যও এই অনুদান ব্যয় করা হবে।

এর আগে টলিউড অভিনেতা ও সাংসদ দেব নিজের সংসদীয় এলাকার মানুষদের জন্য ১ কোটি রুপি দান করেন। নিত্য প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য নিজের সাংসদ তহবিল থেকে এ অর্থ প্রদান করেন তিনি। অন্যদিকে যাদবপুরের সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তী ব্যক্তিগতভাবে ১ লাখ রুপি এবং নিজের তহবিল থেকে ৫০ লাখ রুপি দান করেন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইমার্জেন্সি রিলিফ ফান্ডে।

আজকের খুলনা
আজকের খুলনা