• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

নীলফামারীতে করোনায় আক্রান্ত চিকিৎসক, হাসপাতাল লকডাউন

আজকের খুলনা

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২০  

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকের শরীরে করোনা জীবানু সনাক্ত হওয়ায় তাকে আইসোলেশনে রাখা হয়েছে। পাশাপাশি তার এক সহকর্মীকেও আইসোলেশনে রাখা হয়েছে। 

৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করে লকডাউন করা হয়েছে। স্বাস্থ কমপ্লেক্সের অন্যান্য চিকিৎসক, নার্স, আয়া, রোগীসহ ১৫০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ওই চিকিৎসক ছুটি শেষে গত ৩ এপ্রিল ঢাকা থেকে কর্মস্থল কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে দায়িত্ব পালন করেন। এর মধ্যে তার শরীরে করোনার উপসর্গ দেখা দেয়ায় ৫ এপ্রিল নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ৭ এপ্রিল পাওয়া রিপোর্টে তার শরীরে করোনা শনাক্ত হয়।

নীলফামারী সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্ম্মন বলেন,ওই চিকিৎসক করোনায় আক্রান্ত হওয়ায় তাকেসহ অপর এক চিকিৎসককে রাখা হয়েছে আইসোলেশনে।  

আজকের খুলনা
আজকের খুলনা