• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় হাজারো শিক্ষার্থী

আজকের খুলনা

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৯  

সিলেটে নিরাপদ সড়কের দাবিতে হাজারো শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ সকালে সিলেট নগরের সুবিদ বাজারের রাস্তায় দাঁড়ায় আনন্দ নিকেতনের পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী। তাদের সঙ্গে সংহতি জানিয়ে মানববন্ধনে অংশ নেন প্রতিষ্ঠানটির শিক্ষক ও অভিভাবকরাও।

‘আইন মেনে চলব, নিরাপদ সড়ক গড়ব’, ‘দেশ আমাদের, দায়িত্ব আমাদের’, ‘গাড়ি চালানোর সময় হেডফোন ও মোবাইল ফোন ব্যবহার করবেন না’, ‘দখলমুক্ত ফুটপাত চাই, নিরাপদে হাঁটতে চাই’ ইত্যাদি নানা সচেতনতামূলক স্লোগান সংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা মানববন্ধনে অংশ নেন।

নিরাপদ সড়ক সপ্তাহ উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়। শিক্ষার্থীদের এই উদ্যোগ পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে। এ সময় শিক্ষার্থীরা রাস্তা দিয়ে হেঁটে চলা অনেক পথচারীকে ফুটপাত ধরে হাঁটার জন্য অনুরোধ করে।

স্কুলের চারটি হাউজের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। জেফার হাউজের ক্যাপ্টেন জুবেদা হান্নান চৌধুরী বলেন, আমরা নিজেরা রাস্তা-ঘাটে চলতে গিয়ে অনেক বিপত্তিতে পড়ি। ফুটপাত দিয়ে চলতে গেলেও দেখা যায়, মোটরসাইকেল ওপরে উঠে যাচ্ছে। এটা খুবই দুঃখজনক। এভাবে চলতে পারে না। তাই পথচারী-চালক সবাইকে সচেতন করতে এবং নিজেদের মধ্যেও সচেতনতা বাড়ানোর জন্য আমরা এই কর্মসূচি পালন করছি।’

বিদ্যালয়ের প্রশাসনিক প্রধান ফাহমিনা নাহাস বলেন, ‘ছাত্র-ছাত্রীরা গত বছরও বিদ্যালয়ের অভ্যন্তরে বিভিন্ন উপস্থাপনার মাধ্যমে নিরাপদ সড়ক সপ্তাহ পালন করেছে। এবার তারা স্কুলের বাইরে এই আয়োজন করেছে। আমরা ছাত্র-ছাত্রীদের এ ধরনের উদ্যোগকে উৎসাহিত করি। এই মানববন্ধনের ফলে একজন মানুষও যদি সচেতন হন, একটি দুর্ঘটনাও যদি কমে আমরা এই প্রচেষ্টাকে সার্থক মনে করব।’

এ সময় রেজাউর রহমান নামের এক অভিভাবক বলেন, ‘এদেশে সড়ক দুর্ঘটনায় শুধু সাধারণ পথচারী নয়, অনেক শিক্ষার্থীরও প্রাণ গেছে। আমরা সবাই সচেতন হলে এসব দুর্ঘটনা রোধ করা সম্ভব। নিরাপদ সড়কের দাবিতে শত শত শিক্ষার্থী এভাবে হাতে হাত ধরে রাস্তায় দাঁড়িয়েছে, এটি চমৎকার বিষয়। ছাত্র-ছাত্রীদের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই।’

বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে মানববন্ধনে উপস্থিত ছিলেন পারভিন সাকিবা, জামিলা জেসমিন জেসি, রাহেলা চৌধুরী তুলি, রূপক কান্তি দত্ত, মো. সরওয়ার খান, রিপন সরকার, নন্দিতা দত্ত, নীতা রায়, মেহজাবিন জোহরা, জিয়ারীন চৌধুরী, জয়জয়ন্তী দত্ত, তীবা চৌধুরী প্রমুখ।

আজকের খুলনা
আজকের খুলনা