• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

নিমিষেই ডার্ক সার্কেল দূর করবে ঘরে বানানো আই ক্রিম

আজকের খুলনা

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২১  

চোখের তলার কালো দাগ নিমিষেই আপনার সাজ নষ্ট করতে পারে। সৌন্দর্য ম্লান হয়ে যায় এক কারণেই। নির্ঘুম রাত কাটানো আর খাওয়াদাওয়া, জীবনযাপনে অনিয়মই এই সমস্যার প্রধান কারণ। এছাড়াও আরো বিভিন্ন কারণেই ডার্ক সার্কেল পড়তে পারে।

বিশেষজ্ঞরা বলেন, চোখের নিচের কালো দাগই একজন মানুষের শারীরিক অবস্থা জানান দেয় অনেকখানি। নামিদামি ব্র্যান্ডের আইজেল বা ক্রিম লাগিয়েও ফল মিলছে না। এজন্য শুরুতেই আপনার ডায়েট ঠিক করুন। নিয়মিত ৮ ঘণ্টা ঘুমানোর অভ্যাস করুন। রাত জেগে কাজ না করে দিনেই কাজ শেষ করুন।

এছাড়াও কেমিকেল পণ্য ব্যবহার না করে ঘরেই তৈরি করে নিতে পারেন আই ক্রিম। এতে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই। বরং নিমিষেই দূর করবে ডার্ক সার্কেল। জেনে নিন বাড়িতে আই ক্রিম তৈরি করার পদ্ধতি-  

এজন্য আপনার প্রয়োজন মধু, ভ্যাসলিন আর ভিটামিন ই-ক্যাপসুল। এবার একটি বাটিতে হাফ চা চামচ ভ্যাসলিন, হাফ চা চামচ মধু আার ভিটামিন ই-কাপসুল একটা একসঙ্গে মিশিয়ে নিন। প্রতি রাতে শোয়ার আগে চোখের নিচে লাগিয়ে নিন। সকালে ঘুম থেকে উঠেই ভালোভাবে ধুয়ে নিন। এভাবে কমপক্ষে ৭ দিন টানা ব্যবহার করুন। 

আজকের খুলনা
আজকের খুলনা