• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

নাসিরনগরে শিলাসহ ঝড়বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

আজকের খুলনা

প্রকাশিত: ২ এপ্রিল ২০২০  

হাওর বেষ্টিত ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ৯টি ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে আমের মুকুল ও উঠতি ফসলের বেশ ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে নাসিরনগর সদর, কুন্ডা, ভলাকুট, গোকর্ণ, পূর্বভাগ, হরি বুড়িশ্বর, গোয়ালনগর, চাতলপাড় ইউনিয়নের বিভিন্ন গ্রামের ওপর দিয়ে বয়ে যায় এ কালবৈশাখী ঝড়। এতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

নাসিরনগর সদর ইউনিয়নের বাসিন্দা প্রবীর দেব ও সামছুজ্জামান চৌধুরী সুমন জানান, বিকেলে হঠাৎ করে আকাশ অন্ধকার হয়ে এ ঝড় বয়ে যায়। অল্প সময়ের মধ্যে ব্যাপকভাবে ঝড়সহ শিলা বৃষ্টি শুরু হয়। অনেকক্ষণ ধরে চলা ঝড় বৃষ্টির কারণে আমের মুকুল, বোরো ধান, লাউ, কুমড়া চাতালসহ উঠতি ফসলের ক্ষতি হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রবিউল হক মজুমদার বলেন, নাসিরনগরে ঝড় ও শিলা বৃষ্টির কারণে ৩৪০ হেক্টর জমির বোরো ধান, আম ও ৫ হেক্টর জমির ভুট্টার ব্যাপক ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

মাঠপর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা কাজ করছেন। ক্ষতির বিস্তারিত তথ্য পেতে আরও দুয়েকদিন সময় লাগবে বলে জানান তিনি। 

আজকের খুলনা
আজকের খুলনা