• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

নারীর সুরক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে : খুলনা জেলা প্রশাসক

আজকের খুলনা

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২০  

কপিলমুনিতে নারী নির্যাতন, ধর্ষণ ও নারীর অধিকার বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২ টায় মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিট পুলিশিং কমিটি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পাইকগাছা অফিসার ইনচার্জ ওসি শফি।
সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক মোঃ হেলাল হোসেন, প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা পুলিশ সুপার মোঃ শফিউল্লাহ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরাফাতুল আলম, কপিলমুনি ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দার, পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, লতা ইউপি’র সাবেক চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, প্রধান শিক্ষিকা রহিমা আখতার শম্পা, ইউনিয়ন আ’লীগের সভাপতি যুগোল কিশোর দে, বিট অফিসার পুলিশ পরিদর্শক সঞ্জয় দাশ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, সাবেক সহ-সভাপতি জি এম আসলাম হোসেন, জেষ্ঠ্য সাংবাদিক এইচ এম হাশেম, পাইকগাছা সাংবাদিক জোটের সদস্য সচিব পলাশ কর্মকার, মিলন দাশ, মহিলা আ’লীগ নেতা মাসুমা খাতুন, ইউপি সদস্য আব্দুল আজিজ বিশ্বাস, আব্দুস সালাম মোড়ল প্রমুখ। সভা সঞ্চালনা করেন কপিলমুনি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন।
সভায় প্রধান অতিথি খুলনা জেলা প্রশাসক মোঃ হেলাল হোসেন বলেন, ‘মেয়েরা মায়ের জাতী, আমরা সবাই মাতৃগর্ভ থেকে এসেছি, তাই নারীর সুরক্ষায় আমাদের অগ্রনী ভূমিকার রাখতে হবে। ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে পুলিশের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।’

আজকের খুলনা
আজকের খুলনা