• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

নানা বয়সী মানুষের দল বেঁধে মাছ শিকার

আজকের খুলনা

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০১৯  

নানা বয়সী মানুষ বিলে নেমেছেন মাছ ধরতে। দল বেঁধে মাছ শিকারের এই আয়োজনের নাম- বাউত উৎসব। তবে দিন দিন জলাশয় ও বিল প্রভাবশালীদের দখলে যাওয়ায় কমে গেছে মাছ।

কারো হাতে পলো, কারও হাতে জাল। মাছ ধরার নানা উপকরণ হাতে শিশু থেকে বৃদ্ধ সবাই ছুটছেন বিলের দিকে। চলনবিল বেষ্টিত পাবনার ভাঙ্গুরা উপজেলার রুহুল বিল। এখানে এখন শত শত মাছ শিকারীর ঢল। আঞ্চলিক ভাষায় মাছ শিকারের এই আয়োজনের নাম বাউত উৎসব।

প্রতিবছর অগ্রহায়ণ মাসের মাঝামাঝিতে শনি ও মঙ্গলবার চলে এই মাছ শিকার। মাসব্যাপী চলা বাউত উৎসবে যোগ দেন পাবনাসহ আশপাশের জেলার হাজারো মানুষ।

পাবনার ভাঙ্গুরা উপজেলার শিক্ষক বদরুল আলম বিদ্যুৎ জানান, দিন দিন ছোট হয়ে আসছে খাল-বিল। প্রভাবশালীদের দখলে চলে যাচ্ছে মাছের অভয়াশ্রম। তাই আগের মতো মাছ মেলে না এসব বিলে।

পাবনা জেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রউফ বলেন, দেশীয় প্রজাতির মাছ টিকিয়ে রাখতে খাল খনন, মাছের পোনা অবমুক্তসহ নানা উদ্যোগ নিচ্ছেন তারা।

গ্রাম-বাংলার ঐতিহ্য এই বাউত উৎসবকে ধরে রাখতে খাল বিল ও জলাশয় খনন করে মাছের প্রাকৃতিক অভয়াশ্রম গড়ে তোলার দাবি স্থানীয়দের।

আজকের খুলনা
আজকের খুলনা