• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

না’গঞ্জে ২৪ ঘণ্টায় ৩ করোনা রোগী শনাক্ত, মৃত্যু নেই

আজকের খুলনা

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২০  

নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হিসেবে নতুন তিনজনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ। এ সময়ের মধ্যে এ রোগে আক্রান্ত হয়ে জেলায় কোনো মৃত্যুর সংবাদ নেই বলেও জানান তিনি।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে এ তথ্য জানান তিনি। সিভিল সার্জন বলেন, এখন পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আমাদের কাছে থাকা রিপোর্ট অনুযায়ী আক্রান্ত হয়েছেন তিনজন যাদের টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। তবে এ সময়ের মধ্যে কেউ আক্রান্ত হয়ে মারা যাওয়ার খবর আমাদের কাছে নেই। 

সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও করোনা বিষয়ক ফোকাল পারসন ডা. জাহিদুল ইসলাম জানান, এ নিয়ে এখন পর্যন্ত করোনা ভাইরাসে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৯ জনে। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনজন। এছাড়া জেলায় মারা গেছেন ৬ জন।

গত ৩০ মার্চ নারায়ণগঞ্জ বন্দরের রসুলবাগ এলাকায় প্রথমবারের মতো করোনা আক্রান্ত এক নারী মারা যান। পরে গত ৪ এপ্রিল আরও এক করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয় বাংলাবাজার এলাকায়। এরপর ৫ এপ্রিল শহরের জামতলা এলাকায় একজন ও দেওভোগ আখড়া এলাকায় আরেকজনের মৃত্যু হয়। ৬ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১৮ নম্বর ওয়ার্ডের শীতলক্ষ্যা এলাকায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। ৬ এপ্রিল রাতে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ার মাসুদা প্লাজার মালিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।

এর আগে ৫ এপ্রিল জেলায় নতুন করে ৬ জন করোনা আক্রান্তের সংবাদ জানান সিভিল সার্জন। ৬ এপ্রিল নতুন করে ১২ জন আক্রান্তের সংবাদ জানিয়েছিলেন তিনি। ৭ এপ্রিল জেলায় নতুন করে ১৫ জন আক্রান্ত হিসেবে শনাক্তের কথা জানায় আইইডিসিআর।

তারও আগে গত ৮ মার্চ এ জেলায় ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে দু’জনকে চিহ্নিত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। তারা ইতোমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। পরে ২৩ মার্চ জেলায় আরো একজন আক্রান্ত পাওয়া যায় বলে জানিয়েছিলেন জেলা সিভিল সার্জন। ওই ব্যক্তিও গত ১ এপ্রিল সুস্থ হয়ে বাড়ি ফেরেন। 

আজকের খুলনা
আজকের খুলনা