• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

নবম থেকে প্রথম গ্রেডের সরকারি চাকরিতে কোনো কোটা থাকবে না

আজকের খুলনা

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২০  

নবম থেকে প্রথম গ্রেডের সরকারি চাকরিতে কোনো কোটা না রাখা সংক্রান্ত বিষয়ে পরিপত্র সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। সরকারি চাকরিতে নবম থেকে প্রথম গ্রেড পর্যন্ত নিয়োগে কোনো কোটা থাকবে না। তবে, দশম থেকে ২০তম গ্রেডে কোটা থাকবে। এ সংক্রান্ত পরিপত্র সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার সকালে শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

এছাড়া মন্ত্রিসভার বৈঠকে আকাশপথে পরিবহণ 'মন্ট্রিল কনভেনশন আইন'-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। এর ফলে, বিমান দুর্ঘটনায় প্রাণহানি ও আঘাতে ক্ষতিপূরণ ২০ লাখ থেকে বাড়লো এক কোটি ১৭ লাখ ৬২ হাজার টাকা পর্যন্ত। আর ব্যাগেজ হারানোর ক্ষতিপূরণ ২০ ডলারের পরিবর্তে হবে এক হাজার ৩৮০ ডলার পর্যন্ত।

মন্ত্রিসভায় আয়োডিনযুক্ত লবণ আইন এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। লবণ উৎপাদনকারীদের বিশেষ প্রশিক্ষণ, লবণ চাষিদের মৌসুম ছাড়া অন্যসময় কর্মসংস্থান, ভোজ্য লবণে আয়োডিন নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত, লবণ গবেষণা ইনস্টিটিউট স্থাপনের বিধান এসেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন-এর খসড়ারও নীতিগত অনুমোদন দেয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে।

আজকের খুলনা
আজকের খুলনা