• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের খুলনা

নবজাতক সন্তানের নামের তালিকা

আজকের খুলনা

প্রকাশিত: ১ জানুয়ারি ২০১৯  

প্রত্যেক পিতামাতার কাছে সন্তান যেন স্রষ্টার দেওয়া সেরা উপহার। বাবা মায়ের কাছে সন্তান পৃথিবীর সবচেয়ে আপনজন। সন্তান জন্মলাভের পর প্রতিটি বাবা মায়ের খুশির অন্ত থাকে না। তারা সন্তানকে নিয়ে নানা পরিকল্পনা শুরু করেন। সন্তানের নাম কেমন হবে বা কি হবে, তা অনেক বাবা-মা আগে থেকে নির্ধারণ করে রাখলেও কেউ কেউ আবার সন্তান জন্মের পর নাম ঠিক করেন। 

পৃথিবীতে অনেক মানুষ আছে। রয়েছে নানা নামও। আবার সেসব নামের রয়েছে ভিন্ন ভিন্ন অর্থ। তাই সন্তানের নাম নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই অর্থের দিকে খেয়াল রাখা উচিত। কেননা, নামের সঙ্গে ব্যক্তির বৈশিষ্ট্য প্রকাশ পায়। আবার অনেক সময় নাম অনুযায়ী ব্যক্তির স্বভাব, বৈশিষ্ট্য ইত্যাদি গড়ে ওঠে। নবজাতক সন্তানের বেশ কয়েকটি সুন্দর ও অর্থবহ নাম সম্পর্কে জেনে নিন।

মেয়েদের নাম

আয়াত, আরিয়া, অহনা, বাণী, গীত, ইভানা, মিরা, মেয়া, মেয়ানা, মিহির, নিয়ানা, নায়না, রুমি, স্পর্ধা, সায়রা, সামায়রা, রুবামা, তৃষা, সামিরা, জয়া, নীরা, রুনি, সামিয়া, ইনা, কণা, জ্যোতি, জুঁই, কান্তা, শান্তা, লিমা, লামিয়া, রুবি, রূপসা, নৈঋতা, ঝুমু, ঝুমা, প্রভা, প্রভাতি, রিচি, আতিয়া, আবিদা, আদিবা, আরাবি, আনিয়া, আনিকা, ফাওজিয়া, প্রেমা, প্রিমা, সেতু, কাজল, শৈলী, ফারাহ, ফাইরুজ, হুমায়রা, লুবনা, লুবাবা, লাবিবা, সাঈমা, সুবহা, স্বর্ণা, সাফা, লায়লা, মুর্শীদা, মাদেহা, মাদিহা, মাহবুবা, মাহমুদা, মুবাশ্বিরা, মুতাহারা, মাঈশা, মালিহা, মাসুমা, মায়মুনা, মম, মুমতাজ, মোনা, মুনাওয়ারা, নাদিয়া, সাদিয়া, সাফিয়া, সুফিয়া, পান্না, অর্ণা, পরশ, শুভ্রা, নীলা, বনলতা, নোশীন, নওশীন, নওরিন, নওয়ার, নাঈমা, নাজিয়াহ, নাজাহ, নাসেহা, নুসরাত, রোশনী, রুমালি, রুমা, রাফা, রাশীদা, রাফিয়া, রুম্মান, রামিশা, শাবা, সাবা, সাইয়ারা, শারিকা, তাহিয়াত, তাহিরা, ওয়ামিয়া, তাজনিয়া, যাহিন, যাইমা, যেবা, জান্নাত, যাকীয়াহ, ইশরাত, এশা, ঈশিতা, আলিশা, তানিশা, আনিশা, অর্পা, তামান্না, জিনাত, ঝিনুক ইত্যাদি।

ছেলেদের নাম

আবরাম, শোয়েব, রাকিব, ইমন, মারুফ, সাদাত, আদনান, ফাহিম, সাদাফ, সাদমান, রাব্বি, মাসুম, টুটুল, খোকন, ছোটন, অর্ক, অর্ঘ্য, অঙ্কন, মাহিদ, রিজভী, সাজ্জাদ, মিযান, নাজমুল, তানজিম, আবিদ, মোস্তাকিম, সাদ্দাম, জিসান, সিজান, আমান, আরমান, রাশেদ, জিম, সংগ্রাম, সাইফুল, শুভ্র, আশরাফুল, আরাবি, হাফিজুল, তপু, আনন্দ, তাওহিদ, জুনায়েদ, নাফিস, অপু, উজ্জ্বল, প্রশান্ত, পান্না, সাফওয়াত, শামীম, সামিন, সামি, কাউসার, রানা, রূপক, সৌরভ, অতুল, রাহাত, অপূর্ব, মেহেদী, সজীব, নিখিল, নিশাত, প্রিতম, প্রতীক, মাজিদ, মুহিন, সাবাব, রাবাব, লিমন, শিমন, রাওনাক, আবরার, আহনাফ, আরিফ, আনজুম, আশহাব, আয়মান, আতিক, আয়াত, আকিফ, বাসীম, দীদার, দীনার, এখলাস, ইরম, ফাইয়াজ, ফুয়াদ, পিয়াস, হাসনাত, রায়হান, হিশাম, রিফাত, ইশমাম, ইশরাক, ইরফান, ইমতিয়াজ, জামিল, লাবিব, জুবায়ের, মাশুক, মুরাদ, পলাশ, প্লাবণ, মুহীব, মিহির, মেসবাহ, নাঈম, নেহাল, নাদিম, নাসিম, সোহাগ, রাফাত, রাদ, সাদিক, শিতাব, তাহির, তাহমীদ, তামজীদ, ওয়াদুদ, ওয়াসী, ইয়াসির, জারিফ, তৈমুর ইত্যাদি।

আজকের খুলনা
আজকের খুলনা