• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

নদীর তীরে প্লট না কেনার জন্য নৌ-মন্ত্রণালয়ের সতর্কীকরণ

আজকের খুলনা

প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৯  

নদীর তীরে হাউজিংয়ের প্লট বা ফ্ল্যাট না কেনার জন্য সতর্ক করেছেন বাংলাদেশ নৌ-পরিবহণ মন্ত্রণালয়। আজ নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের জন সংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-কর্তৃপক্ষ ঢাকা ও এর আশপাশের এলাকার নদীর তীরবর্তী স্থানের অবৈধ স্থাপনা অপসারণ করছে। ২০১০ সাল থেকে ১৯ সাল পর্যন্ত বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষা, ধলেশ্বরী ও বালু নদীর ১৭,৯০১টি ছোট বড় অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদীর তীরবর্তী ৬৬৯ দশমিক ১৮ একর ভূমি উদ্ধার করা হয়েছে। এ অপসারণ কাজ পরিচালনার সময় দেখা গেছে বহু বেসরকারি হাউজিং সোসাইটি নদীর জায়গা দখল করে লিজ গ্রহীতাদের প্রতারিত করে প্লট ও ফ্ল্যাট বরাদ্দ দিয়েছেন। এ সব অপসারণ করার ফলে প্লট ক্রয়কারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই নদী তীরবর্তী কোনও হাউজিং প্রতিষ্ঠানের কাছ থেকে প্লট বা ফ্লাট বরাদ্দ নিয়ে প্রতারিত না হওয়ার জন্য সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন নৌ-পরিবহণ মন্ত্রণালয়।

আজকের খুলনা
আজকের খুলনা