• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

নতুন সড়ক আইন পরিবর্তনের দাবিতে মেহেরপুরে বাস চলাচল বন্ধ

আজকের খুলনা

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৯  

সড়ক পরিবহন আইন-২০১৮ পরিবর্তনের দাবিতে মেহেরপুর থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছে মেহেরপুর শ্রমিক ইউনিয়ন। আজ শুক্রবার (১৫ নভেম্বর) সকাল থেকে মেহেরপুর জেলার শ্রমিকরা সব রুটের বাস চলাচল বন্ধ করে দেয়।

মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জানান, এই আইনের আওতায় জীবনের ঝুঁকি নিয়ে বাঁচার আশা করা আমাদের পক্ষে সম্ভব নয়। যে কারণে আমরা বাস চলাচল বন্ধ করে রেখেছি। সকালের দিকে কয়েকটি কোচ ঢাকার উদ্দেশে ছেড়ে গেলেও শনিবার (১৬ নভেম্বর) থেকে দূরপাল্লার বাস বন্ধ রাখা হবে।

এদিকে, সকাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রী সাধারণকে পড়তে হয়েছে চরম ভোগান্তিতে। অনেকে অবৈধ যান আলগামন, ইজিবাইকে গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছেন। শুধু ভোগান্তি নয় দুশ্চিন্তায় পড়েছেন জেলার সবজি চাষিরাও। কারণ প্রতিদিনই প্রায় শতাধিক ট্রাক মেহেরপুর থেকে বিভিন্ন ধরনের সবজি নিয়ে ঢাকা, চিটাগাং, বরিশাল, খুলনা, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে যায়।

আজকের খুলনা
আজকের খুলনা