• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

নতুন বৌ দেখে ফেরার পথে গণধর্ষণের শিকার শিশু, গ্রেপ্তার ১

আজকের খুলনা

প্রকাশিত: ৩০ মার্চ ২০২০  

প্রতিবেশি বাড়ির নতুন বৌ দেখে ফেরার পথে গণধর্ষণের শিকার হয়ে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রী। পুলিশ এই ঘটনায় আজ সোমবার সকালে জাহিদ হাসান (২০) নামে অভিযুক্ত এক ধর্ষককে গ্রেপ্তার করেছে। ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের গোয়ালবাতান এলাকায় গত শুক্রবার রাতে এই ধর্ষণের ঘটনা ঘটে।

এলাকাবাসী ও ভিক্টিমের পরিবার সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ রাত আনুমানিক ৭টার দিকে ওই শিশুছাত্রী একা প্রতিবেশি বাড়ির নতুন বৌ দেখে বাড়িতে ফিরছিল। এ সময় একই ইউনিয়নের শেখপাড়ার নিজাম উদ্দিনের ছেলে জাহিদ হাসান (২০) ও মৃত আজিবর রহমানের ছেলে শান্ত (২২) তার মুখ চেপে পাশের পুকুরপাড়ে নিয়ে গণধর্ষণ করে। এতে শিশুটি অজ্ঞান হলে তারা সেখানে রেখেই চলে যায়।

পরিবারটি আরো জানায়, সারারাত অনেক খোঁজাখুজি করা হয়। পরদিন ভোরে শিশুটিকে পুকুরপাড়ে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তখন তাকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু তার অবস্থার অবনতি হওয়ায় তাকে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) অরবিন্দ সরকার জানান, এই ব্যাপারে ধর্ষণের শিকার হওয়া শিশুছাত্রীর বাবা বাদী হয়ে দু’ধর্ষকের নামে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মুলাডুলির শেখপাড়াস্থ ফুফুর বাড়ি থেকে ধর্ষক জাহিদ হাসানকে গ্রেপ্তার করা হয়। অপর ধর্ষক শান্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আজকের খুলনা
আজকের খুলনা