• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

নওগাঁয় আমন ধানের বাম্পার ফলন

আজকের খুলনা

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৯  

নওগাঁর শস্যভান্ডার হিসেবে পরিচিত পত্নীতলায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে। ফলে চাষিদের মুখে হাসি দেখা গেছে। এদিকে আগাম ধানের চারা রোপের জন্য ধান কাটা শুরু করেছে কৃষকরা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যানুযায়ী, উপজেলায় আমন জাতের ধান- অ্যারাইজ ধানী গোল্ড, স্বর্ণা, বিনা-৭,বিনা-১১, বিনা-১৬, বিনা-১৭, ব্রিধান-৩৪, ব্রিধান-৪৯, ব্রিধান-৫১, ব্রিধান-৫২, ব্রিধান-৫৬, ব্রিধান-৬২, ব্রিধান-৭১, ব্রিধান-৭৪, ব্রিধান-৮০, ব্রিধান-৮৭ চাষ হয়েছে। 

উপজেলার মাটিন্দর ইউপির শাশইল গ্রামের মধ্যপাড়ার কৃষক বকুল কবির, বুলবুল ইসলাম, রমজান আলী ও নজিপুর পৌরের হরিরামপুরের কৃষক মমতাজ উদ্দিন, আমাইর ইউনিয়নের ঘোষনগর গ্রামের কৃষক আজিজার রহমানসহ অনেকে বলেন, আমন ধানের বাম্পার ফলন হলেও ন্যায্য দাম নিয়ে শঙ্কায় রয়েছি

তারা আরো বলেন, প্রাকৃতিক দুর্যোগ না হলে ভালোভাবে ধান গোলায় তোলা সম্ভব হবে। পত্নীতলা উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার বলেন, চলতি মৌসুমে উপজেলার নজিপুর পৌরসভাসহ ১১টি ইউপির ২৩ হাজার ১০০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছিল। এতে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ২৮ হাজার ১১০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়। 

তিনি আরো বলেন, উচ্চ ফলন প্রাপ্তির বিষয়ে চাষিদের নানাভাবে কৃষি তথ্য ও পরামর্শ দেয়া হয়েছে। এরইমধ্যে আগাম ধানের চারা রোপন এলাকায় ধান কাটা শুরু হয়েছে। এক সপ্তাহের মধ্যে পুরোদমে উপজেলা জুড়ে ধান কাটা শুরু হবে। 

আজকের খুলনা
আজকের খুলনা