• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

দোষারোপ না করে সমন্বিত উদ্যোগ গ্রহণ প্রয়োজন : রওশন

আজকের খুলনা

প্রকাশিত: ২৩ মার্চ ২০২০  

বিশ্বব্যাপী করোনাভাইরাস বিস্তারের প্রেক্ষিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এমপি বলেছেন, মহাবিপদের মুহুর্তে দুর্যোগ মোকাবিলায় পারস্পরিক দোষারোপ না করে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। 

তিনি বলেন, করোনাভাইরাস নিয়ে ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না। ভয়ের পরিবর্তে মানুষ যদি সচেতন থাকে এবং স্বাস্থ্য বিষয়ক নির্দেশনা মেনে চলে, তাহলে করোনাভাইরাস প্রতিরোধ করা কঠিন কিছু নয়। এটা এমন এক পরিস্থিতি যাতে আতঙ্কিত হওয়া উচিত নয় বরং সচেতন হওয়া প্রয়োজন।  

বিবৃতিতে তিনি আরও বলেন, শুধু করোনাভাইরাস নয়, যে কোন সংক্রামক ব্যাধি প্রতিরোধে বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সচেতনতা ও সন্তোষজনক অবস্থা থেকে দূরে আছে। এক্ষেত্রে করোনাভাইরাস মোকাবিলা ও প্রতিরোধের বিষয়টিকে একটি সফল স্বাস্থ্য আন্দোলনে রূপ দেয়ার কৌশল ও উপলক্ষ্য হিসেবে নেয়া যেতে পারে। 

বিরোধীদলীয় নেতা বলেন, কভিড-১৯ ভাইরাস অতি দ্রুত গতিতে ছড়িয়ে পড়ার মধ্যদিয়ে তা বৈশ্বিক মহামারিতে রূপ নিয়েছে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাপকাঠিতে করোনা সংক্রমণের যে চারটি স্তরের কথা বলা হয়েছে, বাংলাদেশের তৃতীয় স্তরে প্রবেশ করেছ। চতুর্থ স্তরটি হলো ব্যাপক সংক্রমণ ও ব্যাপক মৃত্যু। ঘনজনবসতি, দুর্বল প্রাতিষ্ঠানিক ব্যবস্থা এবং সচেতনহীনতায় বাংলাদেশ এখন প্রচণ্ড ঝুঁকির মুখে। 

জাতীয় পার্টি তথা বিরোধী দলের পক্ষ থেকে সরকারকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন রওশন এরশাদ।

আজকের খুলনা
আজকের খুলনা