• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের খুলনা

দেড়কেজি গাজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আজকের খুলনা

প্রকাশিত: ১৯ মে ২০১৯  


দাকোপে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে দেড় কেজি গাজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে আসামীদের জেল হাজতে পাঠিয়েছে।
থানা পুলিশ সুত্রে জানা যায়, পাইকগাছা উপজেলা এলাকা হয়ে মাদকের একটি বড় চালান দাকোপে ঢুকছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দাকোপ থানার এস আই পলাশ কুমার দাশের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযানে যায়। শনিবার বেলা ৩ টার দিকে উপজেলার লক্ষ্মীখোলা পুরাতন পুলিশ ফাঁড়ীর পাশে অসীমের দোকান সংলগ্ন ইট সোলিং রাস্তার উপর সন্দেহভাজন মাদক ব্যবসায়ীদের দেখে পুলিশ চ্যালেঞ্জ করে। এ সময় পুলিশের উপস্থিতিতে তারা দৌড়ে পালানোর চেষ্টাকালে আটক হয়। আটককৃতদের দেহ এবং সাথে থাকা ব্যাগ তল্লাশী করে দেড় কেজি গাজাসহ নগত ৫ হাজার ৪ শ’ টাকা পাওয়া যায়। আটককৃতরা হল দাকোপের লক্ষ্মীখোলা গ্রামের মহাদেব বাছাড়ের পুত্র তরুন বাছাড় (২৪), আজিজুর শেখের পুত্র আলামিন শেখ (৩৪), নলডাঙ্গা গ্রামের নওশের শেখের পুত্র নাজিরুল শেখ (২৩) এবং বটিয়াঘাটা উপজেলার গাওঘরা গ্রামের নাজিম শেখের পুত্র ইকরামুল ওরফে আকাশ (৩২)। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা সোলাদানা এলাকা থেকে সেখানে মাদক বিক্রির উদ্দেশ্যে এসেছিলো বলে জানায়। এ ঘটনায় এস আই পলাশ কুমার দাশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) ১৯এর(ক) ধারায় মামলা দায়ের করে।

আজকের খুলনা
আজকের খুলনা