• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

দেশের স্বার্থের জন্য চুক্তি করা হয়েছে : ইনু

আজকের খুলনা

প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৯  

আজ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যলায়ে কেন্দ্রীয় ১৪ আয়োজিত বাংলাদেশ – ভারত ‘ সমঝোতা স্মারক শীর্ষক’ গোলটেবিল বৈঠকে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু একথা বলেন।

হাসানুল হক ইনু বলেন , বাংলাদেশের সঙ্গে ভারতের যে পানি চুক্তি হয়েছে সেটি ‘খাবার পানির চুক্তি করা হয়েছে’। সমান্য পরিমাণে খাবার পানি দেয়ার কথা হয়েছে তা কেবল মানবিক কারণে।

বর্তমান সরকারের বিরুদ্ধে যেসব কথা ওঠছে ভারতের কাছে দেশ বিক্রি করেছে,পানি দিয়েছে, গ্যাস দিয়ার চুক্তি হয়েছে এসব নিয়ে আলোচনা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা, অন দেশ থেকে এলজিপি গ্যাস এনে ভারতে দেয়া হবে। এতে বাংলাদেশও লাভবান হবে।

হাসানুল হক ইনু বিএনপিকে উল্লেখ করে গ্যাস বিক্রি হয়নি, দেশের স্বার্থের জন্য চুক্তি করা হয়েছে। বাংলাদেশের স্বার্থ ছাড়া এক বিন্দু দেয়া হয়নি।

রাডার নিয়ে বাংলাদেশে সমুদ্র সীমায় বাংলাদেশে নিরাপত্তা জন্য রাডার স্থাপন করা দরকার এতে ভারত সহযোগিতা করবে। সন্ত্রাসী হামলা যাতে না করতে পারে এজন্য রাডার স্থাপন করা দরকার। ভারতের সাথে যত চুক্তি করা হয়েছে তা সমান সমান লাভ হয়েছে। দুইএকটা বিষয়ে আমরা বেশি লাভ পাচ্ছি।

গোলটেবিল বৈঠক আরোও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কর্ণেল ফারুক খান, সাবেক ত্রাণ ও দুর্যোগমন্ত্রী তোফাজ্জল হোসেন মায়া,সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম,উপদপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, আওয়ামী লীগের নির্বাচন সমন্বয় কারী ড.মাহাবুব হাসান চৌধুরী, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলিপ বড়ুয়া, ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, নজিবুল বশর মাইজভান্ডরী, প্রথমআলোর সহযোগী সম্পাদক মুকুল প্রমুখ। 

আজকের খুলনা
আজকের খুলনা