• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

দেশের প্রথম এক্সপ্রেসওয়ে উদ্বোধনের খবরে উৎসবমুখর ফরিদপুর

আজকের খুলনা

প্রকাশিত: ১১ মার্চ ২০২০  

দেশের প্রথম এক্সপ্রেসওয়ে চারলেনের সড়ক চালু হওয়ার খবরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলাবাসীদের মধ্যে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। অতিঅল্প সময়ে নিরাপদে রাজধানীতে যাতায়াতের পাশাপাশি সড়কটির কারণে এলাকার অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থায় আমূল পরিবর্তন হবে বলে এই এলাকার বাসিন্দারা আশাবাদ ব্যক্ত করে সরকারকে সাধুবাদ জানিয়েছে। 
 

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের প্রথম এক্সপ্রেসওয়ে ঢাকা-মাওয়া-ভাঙ্গা অংশের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর এই উদ্বোধনের সাথে সাথে এই অঞ্চলে এই প্রথম কোন চারলেন এক্সপ্রেসওয়ে চালু হবে। যা এই সরকারের বিরাট এক সাফল্য হিসেবে ধরা হচ্ছে।   

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর রাজধানী ঢাকার সাথে যোগাযোগের মহাপরিকল্পনার অংশ হিসাবে বাস্তবায়ন করা হয় দেশের প্রথম এক্সপ্রেসওয়ে। এ সড়কের জন্য রাজধানীর সাথে দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার সাথে যোগাযোগ দ্রুততর ও সহজ হবে। পাশাপাশি পদ্মা সেতু সম্পন্ন হলে এর শতভাগ সুফল মিলবে বলে মনে করছেন সকলে। একই সাথে এই এলাকায় মিল কারখানা স্থাপন হবে দ্রুত। এতে এলাকার মানুষের অর্থনৈতিক উন্নয়ন ঘটবে ব্যাপকভাবে। সড়কটির কারণে এলাকার মানুষের অর্থনৈতিক, সামাজিকসহ সকল বিষয়ে ব্যাপক পরিবর্তন হবে বলে বিশিষ্টজনেরা মনে করছেন।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, চার লেনের এই এক্সপ্রেসওয়ে কারণে শুধু ভাঙ্গা নয় এই দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের সাথে রাজধানীর যোগাযোগ সহজ ও দ্রুততর হবে। এই উন্নয়ন আমাদের এই অঞ্চলের চিরচেনা রূপ পাল্টে নতুন রূপ ধারণ করবে বলে আমি মনে করি। এটা এই অঞ্চলের মানুষের বিরাট এক প্রাপ্তি।

আজকের খুলনা
আজকের খুলনা