• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

দেশে ফিরলেন ভারতে আটকে পড়া ১১৮ জন, ৫ জনের শরীরে জ্বর

আজকের খুলনা

প্রকাশিত: ৪ এপ্রিল ২০২০  

অবশেষে ভারতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরার অনুমতি দিয়েছে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এর ফলে বেনাপোল চেকপোস্ট দিয়ে দু’দফায় বাংলাদেশে প্রবেশ করেছেন ১১৮ জন বাংলাদেশি। এদেরকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশনা রয়েছে। 

শনিবার ভারতফেরত ৩৮ জনের মধ্যে ৫ জনের শরীরে উচ্চ তাপমাত্রা নিশ্চিত করেছেন বেনাপোল চেকপোস্টে কর্মরত স্বাস্থ্যকর্মী ডা. জাহিদুল ইসলাম। ঝুঁকিতে থাকা ৫ জনকে কোয়ারেন্টাইনে রাখার বিষয়টি নিশ্চিত করছেন বুরুজবাগান স্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা ডা. ইউসুফ আলী। 

তিনি জানান, বাংলাদেশে প্রবেশের পর তাদের শরীরে তীব্র জ্বর থাকায় বেনাপোল চেকপোস্ট  থেকে বিশেষ বাহনে তাদেরকে নাভারন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। তাদেরকে আপাতত কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। শরীরে জ্বর থাকায় রক্তের নমুনা সংগ্রহ করে আজই ঢাকায় পাঠানো হবে। পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করে তাদের পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

জানা গেছে, ভারতফেরত বাংলাদেশিরা ভারত লকডাউনের আগেই ট্যুরিস্ট  ও মেডিকেল ভিসা নিয়ে ভারতে যায়। করোনাভাইরাস ছড়িয়ে পড়লে ভারত বাংলাদেশি যাত্রীদের শর্ত সাপেক্ষে দেশে ফেরার অনুমতি দেয়।  কোলকাতাস্থ বাংলাদেশ হাইকমিশন থেকে স্বাস্থ্যসনদ গ্রহনের পর বিশেষ অনুমতি সাপেক্ষে পশ্চিমবাংলা লকডাউনেরর পরও গতকাল শুক্রবার (৩ এপ্রিল) ৮০ জন এবং আজ শনিবার (৪ এপ্রিল) ৩৮ জনকে ভারতীয় ইমিগ্রেশন বাংলাদেশে ঢোকার অনুমতি দেয়।

বেনাপোল চেকপোষ্টের ইমিগ্রেশন কর্মকর্তা আহসান হাবিব জানান, আটকে পড়া বাংলাদেশিরা কোলকাতাসহ ভারতের বিভিন্ন এলাকায় আটকা পড়েন। গোটা ভারত জুড়ে লকডাউন থাকায় তারা দেশে ফিরতে পারছিলেন না। কোলকাতাস্থ বাংলাদেশ হাইকমিশন আটকে পড়া যাত্রীদের দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিলে পশ্চিমবঙ্গ সরকারের  বিশেষ সহযোগীতায় গত ২ দিনে ১১৮ জন কে বিশেষ ব্যবস্থায় দেশে ফেরত পাঠানো হয়।  দেশে ফেরত আসা প্রত্যেক যাত্রী যাতে নিরাপদে হোম কোয়ারেন্টাইনে থাকে সেজন্য প্রত্যেক যাত্রীর হাতে বাধ্যতামূলক সিল মেরে দেয়া হচ্ছে।

এ দিকে, বেনাপোল চেকপোষ্টে কর্মরত স্বাস্থ্য কর্মকর্তাগণ জানান, ভারত প্রত্যাগত প্রতিটি যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা যথাযথভাবে করা হচ্ছে। কোন যাত্রীর শরীরে সন্দেহজনক কোন কিছু পাওয়া গেলে সঙ্গে সঙ্গে  ইমিগ্রেশনকে অবহিত করা হচ্ছে। আজ ভারত ফেরত ৫ জনের শরীরে উচ্চ তাপমাত্রা থাকায় তাদেরকে বুরুজবাগান  উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে  অ্যাসোলেশনে রাখার জন্য পাঠানো হয়েছে।

আজকের খুলনা
আজকের খুলনা