• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে: র‌্যাব ডিজি

আজকের খুলনা

প্রকাশিত: ১ জুলাই ২০২০  

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আছে। তবে আমরা আত্মতুষ্টিতে ভুগছি না। জঙ্গিবাদ দমনের যে সফলতা অর্জন করেছি, সেই সফলতা ধরে রাখতে র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ইউনিট কাজ করছে।

বুধবার সকালে গুলশানে হলি আর্টিসানে হামলার ঘটনায় নিহতদের শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।

আব্দুল্লাহ মামুন বলেন, জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। সারাবিশ্ব এ সমস্যার মোকাবিলা করছে। বাংলাদেশ তেমনি করছে। তবে এদেশে জোরালো অভিযানের ফলে জঙ্গিরা পিছুটান নিয়েছে। তারা নিয়ন্ত্রণে রয়েছে।  তাই বলে তারা বসে নেই, সুযোগ খুঁজছে।

সাংবাদিকদের প্রশ্নে র‌্যাব প্রধান বলেন, হলি আর্টিসানে হামলার আগে ও পরে জঙ্গিবাদ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে অনেক জঙ্গি গ্রেফতার এবং মারা গেছে। জঙ্গিদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এ কারণে তাদের আর আগের মতো মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ নেই। আমরা সার্বক্ষণিক কাজ করছি।

২০১৬ সালের ১ জুলাই গুলশানে হলি আর্টিসানে হামলা করে জঙ্গিরা। সেখানে অবস্থানরত দেশি-বিদেশি ব্যক্তিদের জিম্মি করে। পরে তাদের মধ্যে ২০ জনকে হত্যা করে।

আজকের খুলনা
আজকের খুলনা