• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

দুর্যোগ মোকাবিলায় বিশ্বকে পথ দেখায় বাংলাদেশ: ত্রাণ প্রতিমন্ত্রী

আজকের খুলনা

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২০  

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ এখন বিশ্বকে পথ দেখায় বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। শুক্রবার (১৭ জানুয়ারি) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের দ্য অ্যাথিনি হোটেলের গ্র্যান্ড হলে দুর্যোগ ও বিপর্যয় মোকাবিলার বিষয়ে আঞ্চলিক পরামর্শমূলক কমিটির (আরসিসি) পঞ্চদশ সম্মেলনে বাংলাদেশে প্রতিনিধি দলের নেতৃত্বে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘দুর্যোগ মোকাবিলায় পথিকৃৎ ছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭০ সালে ভয়াল ঘূর্ণিঝড়ে মৃত্যু হয় প্রায় ১০ লাখ মানুষের। এতবড় মানবিক বিপর্যয়ের পরও তৎকালীন পাকিস্তান সরকার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সাহায্য-সহযোগিতার হাত বাড়ায়নি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সে সময় দুর্গত এলাকায় উদ্ধার এবং ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছিলেন। সেই তিক্ত অভিজ্ঞতা থেকে ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু ১৯৭২ সালে সাইক্লোন প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) প্রস্তুত করেছিলেন।’

তিনি আরও বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘূর্ণিঝড় থেকে জনগণের জানমাল রক্ষায় ১৭২টি সাইক্লোন শেল্টার নির্মাণ করেন। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এরইমধ্যে ৩৭৮টি মুজিব কেল্লা নির্মাণ করেছে। আর উপকূলে ৩ হাজার ৮৬৮টি বহুমুখী সাইক্লোন শেল্টার নির্মাণ করা হয়েছে এবং আরও ১ হাজার ৬৫০টি সাইক্লোন শেল্টার নির্মাণ করার পদক্ষেপ নেওয়া হয়েছে।’

 

ডা. এনামুর রহমান বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে এখন বাংলাদেশ শুধু প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলাতেই রোল মডেল নয়, উন্নয়নেরও রোল মডেল হিসেবে আলাদা একটা সম্মান অর্জন করেছে।’

তিনি বলেন, ‘দুর্যোগ মোকাবিলায় বর্তমানে প্রায় ৫৬ হাজার প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক রয়েছে আমাদের। এছাড়া ৩২ হাজার নগর স্বেচ্ছাসেবক, ২৪ লাখ আনসার ভিডিপি, ১৭ লাখ স্কাউটস, ৪ লাখ বিএনসিসি, গার্লস গাইডের প্রায় ৪ লাখ সদস্য- তারাও এক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত। যেকোন দুর্যোগের সময় তারাও জীবনের ঝুঁকি উপেক্ষা করে ঝাঁপিয়ে পড়ে মানবতার কল্যাণে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বিচক্ষণ নেতৃত্বের স্বীকৃতি হিসেবে জাতিসংঘ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ’ পুরস্কারে ভূষিত করেছে।’

সম্মেলনে বাংলাদেশের পক্ষে আরও বক্তব্য দেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ কামাল।

দুর্যোগ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা, স্থিতিশীলতা এবং অন্তর্ভুক্তিমূলক সংহতিকে আরও সম্প্রসারণ ও জোরদার করার লক্ষ্যে বহুজাতিক এ সম্মেলনে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২০ টি দেশের দুর্যোগ পরিচালনার বিষয়ে সরকারি সংস্থাগুলোর প্রতিনিধি ছাড়াও অংশ নিয়েছেন ৪০ টিরও বেশি সংস্থার প্রতিনিধিরা। ব্যাংকক ঘোষণার মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটবে তিন দিনের এই বহুজাতিক সম্মেলনের।

আজকের খুলনা
আজকের খুলনা