• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

দুর্নীতির অভিযোগে দিঘলিয়া উপজেলার ভূমি কর্মকর্তা বরখাস্ত

আজকের খুলনা

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০১৯  

নানা অনিয়ম,  ঘুষ ও দুর্নীতির অভিযোগে খুলনায় এক নারী ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

খুলনার জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হেলাল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে বরখাস্ত করা হয়।

সাময়িক বরখাস্ত হওয়া ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা হলেন- বেগম নিলুফার ইয়াসমিন। তিনি খুলনার দিঘলিয়া উপজেলারদৌলতপুর ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত। 

ডিসির ওই আদেশে বলা হয়, ঘুষগ্রহণ, দুর্নীতি ও নানা অনিয়মের অভিযোগে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা বেগম নিলুফার ইয়াসমিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বর্ণিত অভিযোগের কারণে বিভাগীয় মামলা রুজুর নির্দেশ দেওয়া হলো। 

যোগাযোগ করা হলে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, খুলনা জেলা প্রশাসন  দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এ কার্যালয়ের কেউ দুর্নীতির সঙ্গে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতির বিরুদ্ধে এ ধরনের দৃঢ় পদক্ষেপ অব্যাহত থাকবে।

আজকের খুলনা
আজকের খুলনা