• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

দুই হাজার ধনীর মোট সম্পদ ৪৬০ কোটি মানুষের চেয়ে বেশি

আজকের খুলনা

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২০  

আন্তর্জাতিক ত্রাণ সংস্থা অক্সফামের একটি প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বের শীর্ষ ২১৫৩ ধনীর মোট অর্থ দরিদ্র ৪৬০ কোটির মানুষের চেয়ে বেশি। এক্ষেত্রে, নারী-পুরুষের মজুরি বৈষম্যকে বড় কারণ হিসেবে দেখা হয়েছে।

সুইজারল্যান্ডের দাভোসে রাজনৈতিক ও ব্যবসায়িক নেতাদের বার্ষিক বিশ্ব অর্থনৈতিক ফোরাম সম্মেলনের আগে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, বিশ্বের ২২ বিত্তবান ব্যক্তির সম্পদ আফ্রিকার সব নারীর সম্পদের চেয়ে বেশি। এক দশকে বিত্তবানদের সংখ্যা বেড়েছে দ্বিগুণ হারে। তবে, তারা লিঙ্গ বৈষম্য ও দারিদ্র্য বিমোচনে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেনা। বিশ্বে বৈষম্য দূর করতে বিত্তবানদের উচ্চ কর আরোপের পরামর্শ দিয়েছে সংস্থাটি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, নারীরা বিনা বেতনে বা স্বীকৃতি ছাড়াই প্রতিদিন মোট এক হাজার ২৫০ কোটি ঘণ্টা কাজ করছে। এছাড়া, নারীদের মজুরিহীন সেবা প্রতিবছর বিশ্ব অর্থনীতিতে অন্তত ১০ লাখ ৮০ হাজার কোটি ডলার মূল্য যোগ করছে, যা প্রযুক্তি শিল্পে যোগ হওয়া মূল্যের তিনগুণেরও বেশি।

আজকের খুলনা
আজকের খুলনা