• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

দুই মাস ফ্রীতে গেমস খেলার সুযোগ দিল গুগল

আজকের খুলনা

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২০  

গুগলের অনলাইন গেম স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘স্টেডিয়া প্রো’ আগামি দুই মাস বিনামূল্যে ব্যবহার করা যাবে। 

এক বিবৃতিতে গুগল জানিয়েছে, ২৪টি দেশের গেমাররা বিনামূল্যে স্টেডিয়া প্রো-তে প্রবেশাধিকার পাবেন। সুযোগ করে দিচ্ছে এই ওয়েব জায়ান্ট।

শুক্রবারের মধ্যেই দেশগুলোতে এই সুবিধা পৌঁছে যাবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে ২৪টি দেশের নাম জানায়নি প্রতিষ্ঠানটি।

গুগলের ভাইস প্রেসিডেন্ট ও মহাব্যবস্থাপক ফিল হ্যারিসন বলেন, সর্বনিম্ন ৭২০পি রেজুলিউশানের জন্য স্টেডিয়ার ইন্টারনেট গতি দরকার হবে ১০ এমবিপিএস। আর ৪কে গেম স্ট্রিমিংয়ের জন্য ইন্টারনেটের গতি হতে হবে ৩৫এমবিপিএস। স্টেডিয়ার ৪কে সংস্করণকে প্রিমিয়াম সেবা স্টেডিয়া প্রো হিসেবে চালু করা হয়েছে। তবে, এখন ৪কে রেজুলিউশনে খেলা যাবে না।

গেমাররা চাইলে নিজেদের অ্যানড্রয়েড বা আইওএস ডিভাইসে স্টেডিয়া অ্যাপটি নামিয়ে নিতে পারেন, অথবা সরাসরি ওয়েবসাইট থেকে সাইন আপ করে ব্যবহার করতে পারেন। প্রচলিত ব্যবস্থায় স্টেডিয়া প্রো ব্যবহার করতে মাসে ৯ ডলার ৯৯ সেন্ট গুণতে হয় গেমারদের।

 

আজকের খুলনা
আজকের খুলনা