• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

দুই দিনের মধ্যে শ্রীলংকা সফরের সিদ্ধান্ত হতে পারে

আজকের খুলনা

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২০  

আগামী দুই দিনের মধ্যেই টাইগারদের আসন্ন সফর নিয়ে শ্রীলংকা তাদের সিদ্ধান্ত দেবে বলে আশা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি’র মিডিয়া এন্ড কমিউনিকেশন কমিটির চেয়ারম্যান জালাল ইউনিস এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আমরা পরিষ্কার করেছি, কোয়ারেন্টাইন পর্ব কমাতে হবে, আমাদের অনুশীলনের সুযোগ দিতে হবে, অন্যথায় আমাদের পক্ষে সিরিজটি খেলা সম্ভব নয়।

জালাল ইউনুস আরো বলেন, আমরা এখন শ্রীলংকার জবাবের অপেক্ষায় আছি। শ্রীলংকা তাদের সিদ্ধান্ত জানাবে। তবে এটি যেহেতু তাদের জাতীয় ইস্যু, তাই শ্রীলংকা ক্রিকেট বোর্ড কোনো সিদ্ধান্ত নিতে পারে না। আপনারা জানেন, তাদের টাস্কফোর্স রয়েছে, তারা কোভিড-১৯ নিয়ন্ত্রন করে। তাই দ্রুত জবাব দেয়ার জন্য আমরা তাদের উপর চাপ সৃষ্টি করতে পারি না। আমরা তাদের জবাবের জন্য অপেক্ষায় করছি। আশা করছি, আগামী দুই-তিনদিনের মধ্যে আমরা জবাব পেয়ে যাবো।

তিনি বলছেন, শ্রীলংকা যাই করুন না কেন, বাংলাদেশ নিজেদের প্রস্তুতি নিচ্ছে সফরের বিষয়ে আমরা এখনো ইতিবাচক।

তিনি আরো জানান, আমরা প্রস্তুত। আমাদের যেমন প্রয়োজন, সেভাবেই প্রস্তুতি নিয়েছি। যদি কোনো ইতিবাচক উত্তর আসে, তবে এক সপ্তাহের মধ্যে সব আনুষ্ঠানিকভাবে আমরা সম্পন্ন করতে পারবো। তবে তারা জবাব দিতে সময়ক্ষেপন করলেই সমস্যা বাড়বে।

সিরিজকে সামনে রেখে আগামীকাল থেকে খেলোয়াড়দের করোনা পরীক্ষা শুরু করবে বিসিবি। পুরনো সূচি অনুযায়ী, আগামী ২৭ সেপ্টেম্বর কলম্বোর উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা বাংলাদেশের।

আগামী ২৪ অক্টোবর থেকে প্রথম টেস্ট শুরুর সূচি ছিলো।

আজকের খুলনা
আজকের খুলনা