• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

দীর্ঘসময় টিকে থাকবে বডি স্প্রের ঘ্রাণ

আজকের খুলনা

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৯  

প্রতিদিনের কাজের কী আর শেষ আছে? সকাল থেকে রাত অব্দি কাজ করেও যেন শেষ করা যায় না। রোজকার কাজগুলো করার ক্ষেত্রে কিছু কৌশল বা টিপস কাজে লাগালে তা হয়ে যায় সহজ আর সুন্দর। দৈনন্দিন জীবনের কাজগুলোকে আরও সহজ করার উদ্দেশ্যেই ‘দৈনিক অধিকার’- এর নিয়মিত আয়োজন ‘রোজকার টিপস’।

ঘামের দুর্গন্ধ থেকে দূরে থাকতে আমরা বডি স্প্রে ব্যবহার করি। কিন্তু এই স্প্রের সুবাস খুব বেশি সময় থাকে না। ছোট্ট একটি কৌশল কাজে লাগালেই কিন্তু দীর্ঘসময় বডি স্প্রের ঘ্রাণ ধরে রাখা যায়। 

সাধারণত ঘামলে বডি স্প্রের গন্ধ দ্রুত উড়ে যায়। তাই বগলে না দিয়ে কানের পেছন, গলা, চুল ইত্যাদি স্থানে পারফিউম দিন। এতে অনেকটা সময় সুগন্ধ টিকে রইবে। 

চুলে এই বডি স্প্রের ঘ্রাণ ধরে রাখতে কিন্তু সরাসরি চুলে স্প্রে করা থেকে বিরত থাকুন। চিরুনিতে স্প্রে করে তারপর চুল আঁচড়ে নিন। ব্যস, এ উপায়ে দীর্ঘসময় বডি স্প্রের ঘ্রাণ টিকে থাকবে। 

আজকের খুলনা
আজকের খুলনা