• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

দীঘিনালায় সেনাবাহিনীর চিকিৎসা ক্যাম্প

আজকের খুলনা

প্রকাশিত: ৩১ মার্চ ২০২০  

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার দূর্গম রথিচন্দ্র কারবারি পাড়ায় হামসহ বিভিন্ন রোগে আক্রান্ত ৩০জন শিশু এবং দেড়শ’র বেশি নারী-পুরুষকে চিকিৎসা দিয়েছে সেনাবাহিনী।

মঙ্গলবার (৩১ মার্চ) সেনাবাহিনীর দীঘিনালা জোনের উদ্যোগে রথিচন্দ্র কারবারি পাড়ার বটতলায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। এসময় রোগীদের দেখে বিনামূল্যে ওষুধ দেন দীঘিনালা জোনের মেডিক্যাল অফিসার আহসান হাবিব নোমান।

সেনাবাহিনী সূত্র জানিয়েছে, ৩০ শিশুর মধ্যে অধিকাংশই জ্বর, সর্দিতে আক্রান্ত। তবে আটজনের হামের লক্ষণ পাওয়া গেছে। তাদের মধ্যে দু’জনকে দীঘিনালা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে একই গ্রামের ২১ শিশু দু’দিন ধরে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এর আগে রোববার (২৯ মার্চ) হাম রোগে আক্রান্ত হয়ে ওই গ্রামের শিশু ধনিতা ত্রিপুরা (৯) মারা যায়।

আজকের খুলনা
আজকের খুলনা