• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

দিঘলিয়ায় বাল্য বিবাহের অপরাধে ছেলে ও মেয়ের পিতাকে অর্থদন্ড

আজকের খুলনা

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২১  

খুলনার দিঘলিয়ায় ৯ম শ্রেনীর এক ছাত্রীর বিয়ে দেওয়া এবং বিয়ে করানোর অপরাধে ছেলে এবং মেয়ের পিতাকে ৫০ হাজার টাকার অর্থদন্ড প্রদান। মঙ্গলবার (১৩ এপ্রিল) উপজেলার মহেশ্বরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মহেশ্বরপুর গ্রামের ৯ম শ্রেনীর এক ছাত্রীর সঙ্গে একই উপজেলার ফরমাইশখানা গ্রামের এক ছেলের বিবাহ অনুষ্ঠানের অয়োজন চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলীমুজ্জাম মিলন পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় তিনি বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর বিধানমতে মেয়ের বাবাকে ১০ হাজার টাকা এবং ছেলের বাবাকে ৪০ হাজার টাকার অর্থদন্ড প্রদান করেন।

আজকের খুলনা
আজকের খুলনা