• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

দিঘলিয়া উপজেলা পরিষদ নির্বাচনে যোগ্যকেই মনোনয়নের দাবি

আজকের খুলনা

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০১৯  

দিঘলিয়া প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নির্বাচন কমিশন সচিবের ঘোষণার পর থেকেই দিঘলিয়া উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন একাধীক প্রার্থী। উপজেলার এলাকায় জুড়ে পোস্টারের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সম্ভাব্য প্রার্থীদের পক্ষে সমর্থনকারীদের প্রচার-প্রচারণা। অনেকেই তাদের চেয়ারম্যান ও ভাইস চেয়াম্যান প্রার্থীর পক্ষে সমর্থন ও দোয়া চাচ্ছেন। এরই মধ্যে বিভিন্ন চায়ের দোকানের আড্ডায় উপজেলা নির্বাচনকে ঘিরে মানুষের মুখে শুরু হয়েছে আলাপ-আলোচনা। এতে আ’লীগ অনেকটা সরব হয়ে উঠলেও চুপচাপ রয়েছে বিএনপি।
ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীরা জেলাসহ কেন্দ্রে লবিং গ্রুপিং শুরু করে দিয়েছেন। একই সাথে শুরু করেছেন দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময়। নিজেকে সম্ভাব্য প্রার্থী ঘোষণা দিয়ে অনেকে গণসংযোগও শুরু করেছেন। এখন পর্যন্ত দিঘলিয়া উপজেলায় চেয়ারম্যান পদে প্রায় একডজন প্রার্থীর নাম শুনা যাচ্ছে।
আওয়ামী লীগ থেকে দিঘলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীরা হলেন বর্তমান চেয়ারম্যান খান নজরুল ইসলাম, দলের উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক মোল্লা আকরাম হোসেন, তিনবার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মল্লিক মহিউদ্দিন, উপজেলা আ,লীগের সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান বারাকপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গাজী জাকির হোসেন, দিঘলিয়া ইউপি চেয়ারম্যান মোল্লা ফিরোজ, সাবেক ইউপি চেয়ারম্যান হায়দার আলী মোড়ল, জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মারুফুল হক, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম, মনিরুল ইসলাম ঠান্ডু মোল্লা ও গাজী জাহাঙ্গির হোসেন।এছাড়া জাতীয়পার্টির এস এম আনিচুর রহমান ও (জেপি’র) আলহাজ্ব মো. আজাদ আলী শেখ। ভাইস চেয়ারম্যান পুরূষ পদে মিজানুর রহমান, হেদায়েত হোসেন ইমুন চৌধুরি, বেগ খালিদ হাসান, মো. তৌহিদ মিয়া, বাবুল হোসেন, শাহ আলম খান, এম এ রেজা বাছা, শেখ ইমরান হোসেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মোছা সামসুন্নাহার, শেখ মমতাজ শিরিন ময়না। খুলনা জেলার নিকটস্থ উপজেলা বলা চলে দিঘলিয়া উপজেলাকে। এখান কার মানুষের প্রত্যাশা ভৈরব নদীর উপর ব্রীজ, নদী ভাঙ্গন রোধ, বিশুদ্ধ পানি, জলবদ্ধতা নিরোষনসহ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহন করাসহ সকল বিষয় সমাধান করতে পারবে এমন একজন যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নিকট আহবান জানিয়েছেন উপজেলাবাসী।

আজকের খুলনা
আজকের খুলনা